RG Kar News: কেন পরিবারকে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি? প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের | ABP ANANDA LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের । CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদা কোর্টে আবেদন । 'রাতে একসঙ্গে খাওয়াদাওয়া, কিন্তু ফুড ডেলিভারি সংস্থার কাউকে কেন জিজ্ঞাসাবাদ নয়?' । 'সেই রাতে যে ৪ ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া, তাদের কেন হেফাজতে নিয়ে জেরা নয়?' । 'কোথায় খাওয়াদাওয়া হল? যে কন্টেনারে ডেলিভারি, সেটা কোথায়?' । 'কেন তড়িঘড়ি সেমিনার রুমের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল?' । 'তড়িঘড়ি ক্রাইম সিনের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল, তার তদন্ত কোথায়?' । পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে শিয়ালদা কোর্টে পরিবার । কোন কারণে FIR-এ দেরি? তা নিয়েও তদন্ত হয়নি বলে অভিযোগ । দেহ সৎকারে তাড়াহুড়ো নিয়ে তদন্ত হয়নি বলে অভিযোগ পরিবারের । কেন পরিবারকে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি? প্রশ্ন পরিবারের
আরও খবর....
নতুন প্রজন্মকে ফিরহাদের বার্তা, পাল্টা কটাক্ষ হুমায়ুন কবীরের। 'ফিরহাদ হাকিম যে উপদেশ দিচ্ছেন, তা নিজেরা আগে করে দেখান'। 'নতুন প্রজন্মের লোকেরা ওদের দেখেই তো শিখবে, সেই পথ অনুসরণ করবে'। 'আমরা দেখতে পাই না যে, ফিরহাদ হাকিম আমাদের ট্রেনিং করান বা সাজেশন দেন', ফিরহাদ হাকিমকে পাল্টা আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।
পুরসভার চেয়ারম্যানকে মারতেই মুর্শিদাবাদে বোমার ভাণ্ডার? তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণের পরেই চাঞ্চল্যকর অভিযোগ পুরপ্রধানের। 'পুরসভার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিহিংসাতেই হামলার ছক', বিস্ফোরণে আহতের তৃণমূল যোগ সামনে আসতেই দাবি পুরপ্রধান ইন্দ্রজিৎ ধরের।