Modi On Flashlight:''বিকশিত ভারত, বিকশিত বাংলার সঙ্কল্প', কাওয়াখালিতে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে আহ্বান মোদির
'বিকশিত ভারতের সঙ্কল্প মেলে ধরতে হলে নিজেদের মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালান', কাওয়াখালির জনসভায় আহ্বান প্রধানমন্ত্রীর। সাড়া দিয়ে মুহূর্তের মধ্যে জ্বলে উঠল হাজার হাজার ফ্ল্যাশলাইট।
শিলিগুড়ি: 'বিকশিত ভারতের (Viksit Bharat) সঙ্কল্প মেলে ধরতে হলে নিজেদের মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালান', কাওয়াখালির জনসভায় (PM Modi In North Bengal) আহ্বান প্রধানমন্ত্রীর। সাড়া দিয়ে মুহূর্তের মধ্যে জ্বলে উঠল হাজার হাজার ফ্ল্যাশলাইট। মঞ্চে বসা বিজেপি নেতাদের হাতেও জ্বলছে মোবাইলের সেই আলো। প্রধানমন্ত্রী বলছেন, 'বিকাশের সঙ্কল্প এটি। বিকশিত ভারত, বিকশিত বাংলার সঙ্কল্প এটি।' কাওয়াখালি ময়দানে তখন উৎসাহের জোয়ার।
যা বললেন...
বক্তৃতার একেবারে শেষ পর্বে দর্শকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর আর্জি, 'আমার আরও একটি কাজ আপনাদের করতে হবে। আপনারা করবেন তো?...প্রত্যেক বাড়িতে গিয়ে বলবেন, মোদিজি এসেছিলেন। আপনাদের প্রত্যেককে নমস্কার জানিয়েছেন।' ওয়াকিবহাল মহলের মতে, এদিনের বক্তৃতায় উন্নয়ন-প্রচারে জোর এবং দুর্নীতি অস্ত্রে তৃণমূলকে আক্রমণের পাশাপাশি জনসংযোগের দিকেও খেয়াল রাখেন তিনি। আগের জনসভায় যেমন হুডখোলা গাড়িতে সভাস্থলে আসতে দেখা গিয়েছিল তাঁকে। এখানে জনসংযোগের জন্য বেছে নিলেন অন্য কৌশল। বললেন, 'বিকশিত ভারত আমাদের আমাদের লক্ষ্য। ভারতের বিকাশ দরকার তো? সে জন্য পশ্চিমবঙ্গের বিকাশও জরুরি কিনা?' উপস্থিত জনতার জবাবে তখন কাওয়াখালি ময়দান ভেসে যাচ্ছে। এর পরেই তাঁর বার্তা, 'তা হলে বিকশিত ভারতের সঙ্কল্প মেলে ধরতে হলে নিজেদের মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালান।' সাড়া কী রকম মিলল, সেটি ছবিতে কিছুটা স্পষ্ট।
আর যা...
উনিশের লোকসভা নির্বাচন এবং তার পর একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ ঝুলি ভরে আশীর্বাদ করেছিল বিজেপিকে। সেই মাটিতে দাঁড়িয়েই এদিন 'বিকশিত ভারত, বিকশিত বাংলা'-র সঙ্কল্প নিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সঙ্গে আক্রমণ শানান তৃণমূলের বিরুদ্ধেও। বলেন, 'পাহাড়ের মানুষকে গুরুত্ব দেয়নি তৃণমূল। শুধু জমি দখল করতে ব্যস্ত ছিল। উজ্জ্বলা প্রকল্প থেকে বাংলার ১৪ লক্ষ মহিলাকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার।' তাঁর আরও দাবি, 'গোর্খাদের সমস্যা নিয়ে সংবেদনশীল বিজেপি। গোর্খাদের সমস্যা সমাধানের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা।' এদিনও 'পরিবারতন্ত্র' নিয়ে তীব্র সমালোচনা শোনা গিয়েছে তাঁর মুখে। 'তৃণমূল, কংগ্রেস, বামেরা পরিবারতন্ত্রকে প্রশ্রয় দেয়। ভাইপোর চিন্তা করে তৃণমূল, শাহি-পরিবারের কথা ভাবে কংগ্রেস। কংগ্রেস আর তৃণমূলের কথা ভাবে বামেরা', আক্রমণ শানান নরেন্দ্র মোদি। এসবের প্রেক্ষিতেই উত্তরবঙ্গের প্রত্যেকটি বুথে পদ্ম ফোটানোর আহ্বান শোনা যায় তাঁর কথায়। বস্তুত. এদিনের জনসভার আগে তিনি যে প্রশাসনিক সভাটি করেছেন, সেখানেও তাঁর কথায় কেন্দ্রে তৃতীয় বার বিজেপি-শাসিত এনডিএ সরকারের ক্ষমতায় ফেরার স্পষ্ট ইঙ্গিত ধরা পড়ে।
আরও পড়ুন:'আগামীকাল দেখা হবে..', ব্রিগেডের প্রস্তুতি দেখতে এসে বার্তা অভিষেকের