Goods Train Derailed: ফের বেলাইন ট্রেন, বাঁকুড়ায় লাইনচ্যুত মালগাড়ি
Bankura News: মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ায়, দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। যার ফলে ব্যাহত রেল পরিষেবা।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের বেলাইন ট্রেন, এবার লাইনচ্যুত মালগাড়ি। বাঁকুড়ার আদ্রা-খড়গপুর শাখার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে এই মালাগাড়ি। জানা গিয়েছে, রেক থেকে পাথর নামানোর সময় বেলাইন হয়ে যায়।
লাইনচ্যুত মালগাড়ি: স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে পিয়ারডোবার কাছে পাথর নামানোর কাজ চলছিল। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্য়ুত হয়ে যায়। কী কারণে লাইনচ্যুত হল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা ফলে দক্ষিণ পূর্ব রেলের একাংশে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে ভোগান্তির মুখে যাত্রীরাও। আদ্রা, গড়বেতার কাছে দাঁড়িয়ে একাধিক ট্রেন। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা।
এর আগে চলতি মাসেই ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়ার নলপুরে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একাধিক কামরা। ইঞ্জিন ও পার্সল ভ্যান এক লাইনে ঢুকলেও ট্রেনের বাকি ৪টি কামরা অন্য লাইনে ঢুকে পড়ে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ভোর সাড়ে পাঁচটা নাগাদ ডাউন মেন লাইন দিয়ে বাউড়িয়া স্টেশন ছাড়িয়ে নলপুর স্টেশনে ঢুকছিল 22850 ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। নলপুর পশ্চিম কেবিনের কাছে ২৬ বি পয়েন্টের কাছে লাইনচ্য়ুত হয়ে যায় ২টি যাত্রী কামরা সহ ৫টি কোচ।
কখনও করমণ্ডল এক্সপ্রেস। কখনও দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস। আবার কখনও হাওড়া-মুম্বই মেল। একের পর এক ট্রেন দুর্ঘটনায় বারবার বেআব্রু হচ্ছে রেলের যাত্রী সুরক্ষা। গত জুন মাসে আগরতলা থেকে শিয়ালদহের দিকে যাওয়ার পথে ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। দুর্ঘটনায় ১০ জনের মৃত্য়ু হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Patient Missing: হাসপাতাল থেকে উধাও রোগী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন পরিবারের