Shantiniketan Poush Mela: শান্তিনিকেতনে হচ্ছে না পৌষমেলা! কেন এই সিদ্ধান্ত বিশ্বভারতীর?
Birbhum News: এই বছর মেলা হবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্বভারতী কতৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট
ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: এবছর শান্তিনিকেতনে (Santiniketan) পৌষ মেলা (Poush Mela) হচ্ছে না। জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati) এবং শান্তিনিকেতন ট্রাস্ট (Santiniketan Trust)। আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মেলা নিয়ে বৈঠক হয়। প্রায় ৩ঘন্টা বৈঠকের পর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা না হওয়ার কারণ হিসাবে পাঁচটি বিষয় তুলে ধরা হয়েছে। তার মধ্যে অন্যতম, মেলা আয়োজন করতে যে সময় লাগে, তা নেই। অনলাইনে স্টল বুকিং করার জন্য IIT খড়গপুরের সাহায্য চাওয়া হয়েছিল। তার কোনও উত্তর পাওয়া যায়নি বলে জানানো হচ্ছে। তাছাড়া, গ্রিন ট্রাইবুনালের তরফেও মেলা নিয়ে কোনও নির্দেশ আসেনি। এই প্রেক্ষাপটে, শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়েছে ছোট মেলা করা আর্থিকভাবে লাভজনক নয়। কম সময় থাকার জন্য ইলেকট্রিক, পানীয় জল, নিরাপত্তা-সহ বিভিন্ন আয়োজন করা বিশ্বভারতী কতৃপক্ষের পক্ষে করা সম্ভব নয়।
মেলা নিয়ে অবশ্য আগেই ধোঁয়াশা তৈরি হয়েছিল। কয়েকদিন আগে শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়েছিল যে বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা নিয়ে কোনও কিছু জানায়নি। ফলে শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে পৌষমেলা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
পৌষমেলা শান্তিনিকেতন ট্রাস্টের (Shantiniketan Trust) অর্থানুকূল্যে হয়ে থাকে। সাহায্য করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাই বিশ্বভারতী কর্তৃপক্ষ ট্রাস্টকে না জানানোয় মেলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০১৯ সালে শেষ বার পূর্বপল্লির মাঠে হয়েছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মেলা। তবে, এরপর থেকেই তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে শুরু হয় রাজ্য সরকারের সংঘাত। সংঘাত এমন পর্যায়ে পৌঁছায় যে তাঁর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। এমনকী, পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরাও। তাই ২০২১ ও ২০২২ সালে পূর্বপল্লির মাঠে পৌষ মেলা বন্ধ করে দেন বিদ্যুৎ চক্রবর্তী। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র। যদিও বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর পৌরসভা ওই দুই বছর ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করেছিল।
এর আগে পৌষমেলা (Poush Mela) না হলেও রীতি মেনে আয়োজন করা হয়েছিল পৌষ উৎসবের। সেখানে যোগ দিয়েছিলেন বিশ্বভারতীয় তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
আরও পড়ুন: 'যাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, সেই বেশি চিল্লাচ্ছে', কটাক্ষ অভিষেকের