Prayagraj Accident : প্রয়াগরাজে পুণ্যার্থীবোঝাই গাড়িতে আগুন,ফিরোজাবাদে দাউ দাউ করে জ্বলল বাস
মহাকুম্ভে আসা-যাওয়ার পথে একাধিক দুর্ঘটনার খবর আসছে। শুক্রবার রাতে প্রয়াগরাজে পুণ্যার্থীবোঝাই গাড়ি ঝলসে যায়। ফিরোজাবাদে পুড়ে ছাই বাস।

নয়াদিল্লি : কোটি কোটি মানুষের ডেস্টিনেশন এখন মহাকুম্ভ। পুণ্যার্জনের আশায় ভিড়ের ভয়কে তুচ্ছ করেই যাচ্ছেন কাতারে কাতারে মানুষ। আর মাঝে মধ্যেই আসছে মর্মান্তিক খবর। মৌনি অমাবস্যায় কুম্ভে পদদলিত হওয়ার ঘটনার পরও একাধিক খারাপ ঘটনা ঘটেছে। আবার মহাকুম্ভে আসা-যাওয়ার পথেও একাধিক দুর্ঘটনার খবর আসছে। শুক্রবার রাতে প্রয়াগরাজে পুণ্যার্থীবোঝাই গাড়ি ঝলসে যায়।
শুক্রবার রাত ২:১৫ মিনিটে প্রয়াগরাজের শাস্ত্রী সেতুর প্রবেশপথের দিক থেকে যাওয়া একটি গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। তবে স্বস্তির বিষয় যে, সব ভক্তকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। ঠিক সময়ে দমকল বাহিনী পৌঁছে যআওয়ায় আগুন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । তবে, যখন দমকল বাহিনী যখন পৌঁছায়,ততক্ষণে গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি। হচ্ছে যে তারা সকলেই মহাকুম্ভে স্নান করতে যাচ্ছিলেন , পথে এই দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে মহাকুম্ভ থেকে ফেরার পথে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে একটি চলন্ত বাসে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে শুরু করে। ফিরোজাবাদে আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ের থানা মাতসেনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৫২ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় একজন যাত্রীর মৃত্যু হয়েছে। সকলেই রাজস্থান থেকে মহাকুম্ভ স্নান সেরে ফিরছিলেন।
অন্যদিকে শুক্রবারই গভীর রাতে প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে বাস ও বোলেরো গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান বোলেরো গাড়িতে থাকা ১০ জন পুণ্যার্থী। যাত্রীদের বেশির ভাগই ছিলেন ছত্তীসগঢ়ের কোরবা জেলার বাসিন্দা। প্রয়াগের সঙ্গমে পুণ্যস্নানে যাচ্ছিলেন তাঁরা । অন্যদিকে,বাসে থাকা যাত্রীরা সঙ্গমে স্নান সেরে বারাণসী যাচ্ছিলেন। দুর্ঘটনায় ১৯ জন বাসযাত্রীও জখম হয়েছেন। ছত্তীসগঢ়ে গড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন ভক্তরা। মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা বাসের সঙ্গে ভক্তদের বোলেরোর সংঘর্ষ হয়।
আরও পড়ুুন :






















