Blue Ghost Moon Mission : চাঁদের মাটিতে বাংলার মেয়ের ফ্যাশন-ডিজাইন, ইতিহাস গড়লেন প্রিয়াঙ্কা, প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
Bengali fashion designer Priyanka Mallick : প্রিয়াঙ্কা পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাক্ষরিত শুভেচ্ছাবার্তা। তাতে প্রিয়াঙ্কার ডিজাইনের প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার প্রেসিডেন্ট।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : চাঁদের মাটি ছুঁল ‘ব্লু ঘোস্ট’। উৎক্ষেপণের ৪৬ দিন পরে বেসরকারি মার্কিন গবেষণা সংস্থা ‘ফায়ারফ্লাই এরোস্পেসে’র মহাকাশযান ‘ব্লু গোস্ট’ চাঁদের বাড়িতে পা রাখল। সেই সঙ্গে চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করল এক বাঙালি ফ্যাশন ডিজাইনারের সৃষ্টি । নেমেই ছবিও পাঠিয়েছে মহাকাশযানটি। ‘ব্লু গোস্ট’বেসরকারি সংস্থার মহাকাশ যান হলেও এই অভিযানের সহযোগী ছিল নাসা। আগামীতে ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতিতে এই অভিযান সাহায্য করবে মনে করা হচ্ছে। তবে মানুষ পৌঁছনোর আগেই সেখানে পৌঁছে গেল এই বাংলার হুগলি জেলার কন্যার ডিজাইন করা পোশাক। নিজেই খুশির খবর ভাগ করে নিয়েছেন হুগলির মেয়ে প্রিয়াঙ্কা। তিনি ২০২৪ সালে এবিপি আনন্দর সেরা বাঙালি সম্মানেও ভূষিত হয়েছিলেন।
আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Firefly Aerospace-এর Blue Ghost Mission 1 এর সঙ্গে চাঁদের মাটিতে অবতরণ করল বাংলার মেয়ের ডিজাইন করা পোশাকও। এই দারুণ কীর্তির জন্য হুগলির ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিককে ইউনিভার্সাল ফ্যাশন ডিজাইনার স্বীকৃতি দিয়েছে নাসা। পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাক্ষরিত শুভেচ্ছাবার্তা। তাতে প্রিয়াঙ্কার ডিজাইনের প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার প্রেসিডেন্ট।
বিষয়টি ঠিক কী
কিছুদিন আগেই লিঙ্কডিনে পোস্ট করে নিজের কীর্তির বিষয়ে বিস্তারিত জানান প্রিয়াঙ্কা। গত ১৫ জানুয়ারি তাঁর ডিজাইন করা ব্রিটেনের রানি ক্যামিলার জন্য তৈরি ইটারনাল রোজ ড্রেস এবং রাজা চার্লস তৃতীয়র জন্য ডিজাইন করা কসমিক বাটারফ্লাই ব্রোচ, চাঁদের যাত্রা শুরু করে। প্রিয়াঙ্কা জানিয়েছেন,তিনিই বিশ্বের প্রথম ফ্যাশন ডিজাইনার , যাঁর ডিজাইন চাঁদে সফর করছে। এটি একটি বিশ্ব রেকর্ড ! বাকিংহাম প্যালেস থেকে পেয়েছেন শুভেচ্ছা বার্তাও। প্রিয়াঙ্কা জানান, এই যুগান্তকারী মিশনের অংশ হতে পেরে তিনি কৃতজ্ঞ।
হুগলি জেলার দাদপুর থানার বাদিনান গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা মল্লিক। স্বপ্নের সঙ্গে সমঝোতা নয়, এই মন্ত্রে বিশ্বাসী বরাবর। ইতালির মিলান থেকে ফ্যাশন ডিজাইন ডিগ্রি অর্জন করে ফ্যাশন দুনিয়ায় পা রাখা। বিভিন্ন দেশে , বিভিন্ন সংস্থায় তার ডিজাইন ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। সব থেকে বড় প্রশংসা এসেছে ব্রিটেনের বাকিংহ্যাম প্যালেস থেকে। ২০২৩ সালে ৬ মে রাজা তৃতীয় চার্লস ও রানির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে পরার জন্য মনোনীত হয় প্রিয়াঙ্কার ডিজাইন করা পোষাক দ্য ইটারনাল রোজ এবং রাজা চার্লস III-র জন্য প্রজাপতি ব্রোচ। সেই স্বপ্নের উড়ানই অবতরণ করল চাঁদের মাটিতে।
এবার প্রিয়াঙ্কার তৈরি করা সেই দুটি ডিজাইন চাঁদের মাটিতে পৌঁছে গেল। রবিবার ভারতীয় সময় দুটো চার মিনিটে NASA-র সহযোগিতায় Firefly Aerospace-এর Blue Ghost Lunar Lander এর সঙ্গে চাঁদের সংসারে পৌঁছে গেল বঙ্গললনার সৃষ্টি। গত ১৫ ই জানুয়ারি পৃথিবী থেকে রওনা দেয় ব্লু ঘোস্ট। সেই মিশনের লাইফশিপ পিরামিডে অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রিয়াঙ্কা মল্লিকের দুটি ডিজাইন। প্রিয়াঙ্কা মল্লিক হলেন প্রথম ফ্যাশন ডিজাইনার যার সৃষ্টি ডিজাইন প্রথম চাঁদে পৌঁছাল।
প্রিয়াঙ্কা জানান, তিনি এই ডিজাইন গুলো ভার্চুয়ালি পাঠান মহাকাশ বিজ্ঞান সংস্থাটিকে। তারা জানায় এটা লাইভ শিপ পিরামিড এর মধ্যে একটা টেকনোলজির সাহায্যে অন্তর্ভুক্ত করা হবে, যেটা হাজার হাজার বছর অবধি চাঁদের মাটিতে রয়ে যাবে। এটা হিউম্যান কালচার হিউম্যান ফ্যাশন আর্টকে সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দেবে। তিনি জানান, কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা এমন একটা স্বপ্ন সফল হল যেটা আমি জীবনে কল্পনাও করতে পারিনি।






















