Mamata Banerjee : সারদা, রাসমণির পর মুখ্যমন্ত্রীর সঙ্গে মা দুর্গার তুলনা টানলেন বিধানচন্দ্র রায়
Mamata Banerjee With Devi Durga : 'তিনি মা দুর্গার মতো ... আমি আপনাদের বলব, মাননীয়া মুখ্যমন্ত্রী, তিনি যদি মা দুর্গার মতো', মমতার স্তুতি শোনা গেল খোদ জেলাশাসকের গলাতেই, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : মা সারদার পর এবার মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা! তবে এবার শাসক দলের কোন নেতা নয়, মমতার স্তুতি শোনা গেল খোদ জেলাশাসকের গলাতেই, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
'তিনি মা দুর্গার মতো ... '
শুক্রবার বর্ধমানের স্পন্দন মাঠে জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনে আসেন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধান চন্দ্র রায়। সেখানেই স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ' নারী ও পুরুষ উভয়েই শক্তিশালী না হয়, তাহলে আর্থিক বা সামাজিকভাবে সমাজ শক্তিশালী হতে পারে না। আমি একটা উদাহরণ দেব, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তিনি মা দুর্গার মতো ... আমি আপনাদের বলব, মাননীয়া মুখ্যমন্ত্রী, তিনি যদি মা দুর্গার মতো কার্যক্রম গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না। একটা জ্বলন্ত উদাহরণ আছে আপনাদের কাছে। আমি অনুরোধ করব, সেই উদাহরণকে সামনে রেখে আপনারা এগিয়ে চলুন।”
' মুখ্যমন্ত্রীকে মা দুর্গার সঙ্গে তুলনা'
খোদ জেলাশাসকের মুখে এমন স্তুতির পর রীতিমতো হইচই পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। বিজেপির অভিযোগ, 'জেলায় প্রশাসনিক দায়িত্বে থাকা আধিকারিকরা তৃণমূলের দলের হয়ে কথা বলছেন। একজন সরকারি কর্মচারী হিসেবে জেলাশাসক মুখ্যমন্ত্রীকে মা দুর্গার সঙ্গে তুলনা করছেন। এই মন্তব্যে জেলাশাসক হিসেবে নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে। কয়েকদিন পরেই লোকসভা ভোট তাই নিরপেক্ষ ভোটের স্বার্থে অবিলম্বে জেলাশাসক বদলের দাবি জানাচ্ছি আমরা।'
পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়ের অবশ্য দাবি, তিনি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহ প্রদানের জন্যই একথা বলেছেন। মহিলা শক্তিকে জাগরিত করার জন্যই এই উদাহরণ টানা।
এর আগেও তৃণমূল নেতা-মন্ত্রীরা একের পর এক মনীষীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করছেন। তা নিয়ে বিতর্কও কম হয়নি। কখনও মুখ্যমন্ত্রীকে মা সারদার পুনর্জন্ম বলে দাবি করেন নির্মল মাজি। রানি রাসমনির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবা লোকনাথের তুলনা টানেন মদন মিত্র। তবে এবার আর শাসক দলের নেতা নয় খোদ জেলাশাসক। যিনি সরকারী মঞ্চে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে মা দুর্গার তুলনা টানলেন।
- আরও দেখুন :