East Bardhaman News: যাত্রীবাহী চলন্ত বাসেই অষ্টম শ্রেণীর ছাত্রীর গলায় কোপ ! মৃত্যু পড়ুয়ার
East Bardhaman Student Murder Case: মাসির সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিল অষ্টম শ্রেণীর ছাত্রী, আচমকাই ভয়াবহ ঘটনা..
রাণা দাস, পূর্ব বর্ধমান: একদিকে যখন আরজি কর কাণ্ডের পর প্রশ্নের মুখে নারী সুরক্ষা, প্রতিবাদের ঢেউ দিকে দিকে। আর এই পরিস্থিতিতেই ফের ভয়াবহ ঘটনা পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। যাত্রীবাহী চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে গলায় কোপ দিয়ে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে !
কেতুগ্রামের কোমরপুরের কাছে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। মাসির সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিল অষ্টম শ্রেণীর ছাত্রী জ্যোতি খাতুন। চলন্ত বাসে হঠাৎ করেই ওঠে, মেয়েটির গ্রামেরই এক যুবক বাবু শেখ। এরপরেই মেয়েটির উপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অষ্টম শ্রেণীর ছাত্রীর। চলন্ত বাস থেকেই লাফিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। বাস-সহ মৃতদেহটি কেতুগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্প্রতি বর্ধমানের গাঙপুরে আদিবাসী ছাত্রী খুনের ৯ দিনের মাথায় পাঁশকুড়া থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ধৃত যুবকের, সেই টানাপোড়েনেই খুন, দাবি জানিয়েছিল পুলিশ। ১৪ অগাস্ট রাতে গলার নলি কেটে খুন করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে। বাড়ি থেকে ৫০ মিটার দূরে সবজি খেতের মধ্যে তরুণীর দেহ মেলে। প্রথমে ৯ সদস্যের SIT তদন্ত শুরু করলেও, পরে সদস্য সংখ্যা বাড়িয়ে করা হয় ২১। পরে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমান এসআইটি।
সাদার্ন অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ। অভিযুক্ত সেনা অফিসারকে গ্রেফতার করল টালিগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তি সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার, খবর পুলিশ সূত্রে। তিনি আলিপুরের কমান্ড হাসপাতালে কর্মরত, খবর পুলিশ সূত্রে। অভিনেত্রীর বিরুদ্ধেও মোটরবাইকে ধাক্কা মারার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। গতকাল ভরসন্ধেয় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চলে। অভিনেত্রীর দাবি, মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। অভিযোগ, এরপরই বাইক আরোহী রাস্তা আটকে অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হন। ঘুসি মেরে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এক্স হ্যান্ডলে কলকাতা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকেই অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন, টালা থানার ওসি-র পর এবার অ্যাডিশনাল ওসি-কে তলব CBI-র
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।