Purba Burdwan News: দীর্ঘদিন বন্ধ কৃষিভবনের কোভিড হাসপাতাল, চিকিৎসার মূল্যবান সামগ্রীর ক্ষতির আশঙ্কা
হাসপাতালে ফাঁকা পড়ে রয়েছে একের পর এক শয্যা। খাঁ খাঁ করছে HDU, ICU, CCU। পড়ে রয়েছে চিকিৎসা-সংক্রান্ত অত্যাধুনিক সব যন্ত্র। এই ছবি পূর্ব বর্ধমানের ২০০ শয্যাবিশিষ্ট মডেল কোভিড হাসপাতালের।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: মার্চ মাস (March) থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে বর্ধমান কৃষিভবনের ২০০ শয্যা বিশিষ্ট মডেল কোভিড হাসপাতাল (Covid)। দীর্ঘদিনের অব্যবহারে মূল্যবান চিকিৎসা-যন্ত্রগুলি নষ্ট হওয়ার আশঙ্কা। বিজেপির (BJP) অভিযোগ, চিকিৎসা সংক্রান্ত অত্যাধুনিক যন্ত্র পড়ে থাকা নিয়ে মাথাব্যথা নেই শাসক দলের। স্বাস্থ্য দফতরের (Health Department) বিবেচনাধীন রয়েছে বিষয়টি, দাবি তৃণমূলের (TMC)।
হাসপাতালে ফাঁকা পড়ে রয়েছে একের পর এক শয্যা। খাঁ খাঁ করছে HDU, ICU, CCU। পড়ে রয়েছে চিকিৎসা-সংক্রান্ত অত্যাধুনিক সব যন্ত্র। এই ছবি পূর্ব বর্ধমানের ২০০ শয্যাবিশিষ্ট মডেল কোভিড (cOVID) হাসপাতালের। করোনা অতিমারীর সময় জেলার আক্রান্তদের চিকিৎসা দিতে বর্ধমান কৃষিভবনের একটি অংশে তৈরি হয়েছিল এই হাসপাতাল।
দ্রুত রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে ব্যবস্থা করা হয়েছিল ভেন্টিলেটর, মনিটর-সহ একাধিক অত্যাধুনিক যন্ত্রের। বর্তমানে করোনার প্রকোপ আগের তুলনায় অনেকটাই কমায় সেই হাসপাতালই পড়ে রয়েছে রোগী-শূন্য অবস্থায়। প্রায় মাস তিনেক ধরে কোনও ব্যবহার নেই চিকিৎসার অত্যাধুনিক সব যন্ত্রের!
বিজেপির অভিযোগ, লক্ষ লক্ষ টাকা মূল্যের এইসব যন্ত্রগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হলেও তা নিয়ে মাথাব্যথা নেই প্রশাসনের। বর্ধমান সদর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বিষয়টি গুরত্ব দিয়ে দেখা উচিত। কেননা করোনাকালে ব্যবহৃত এই সব গুরত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হওয়ার আগেই সেগুলিকে অন্যত্র কীভাবে ব্যবহার করা যায় সেটা দেখা উচিত। নাহলে এই মূল্যবান যন্ত্রাংশ দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে নষ্ট হবে।
পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাসের কথায়, বিজেপির অভিযোগ করা কাজ তাই বিজেপি অভিযোগ করছে। করোনার প্রকোপ এখনও সম্পূর্ণ ভাবে নির্মূল হয়ে যায়নি। স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিয়ে ভাবছে। সঠিক সময়েই তারা ব্যবস্থা নেবে।
বিতর্কের মুখে অত্যাধুনিক যন্ত্রপাতি দ্রুত জেলার অন্য হাসপাতালগুলিতে স্থানান্তকরণের আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্রণবকুমার রায়ের কথায়, এই যন্ত্রাংশগুলিকে প্রয়োজন অনুযায়ী বর্ধমান মেডিকেল, কাটোয়া ও কালনা মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হবে। তারই প্রসেস চলছে। এখন দেখার, কোভিড হাসপাতালে পড়ে থাকা শয্যা ও চিকিৎসা সংক্রান্ত অত্যাধুনিক যন্ত্রগুলি ব্যবহারের জন্য কবে ব্যবস্থা নেয় জেলা স্বাস্থ্য দফতর।