![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
2024 Republic Day Parade : দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পূজা
Puja Kole: বাঁকুড়ার কোতলপুরের বাসিন্দা পূজা ছোট থেকেই যোগায় বিশেষভাবে পারদর্শী। দিদি মৌসুমী কোলের সঙ্গে দেশ-বিদেশ ঘুরে এসেছেন যোগব্যাায়ম নিয়েই
![2024 Republic Day Parade : দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পূজা Purba Burdwan News: Burdwan University student Puja Kole to participate in 2024 Republic Day Parade in Delhi 2024 Republic Day Parade : দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পূজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/cb80bbbd7d026ad31af24f218863973e1703174437368170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কমলকৃষ্ণ দে, বর্ধমান : প্রজাতন্ত্র দিবস (Republic Day)। গোটা দেশের চোখ থাকে রাজধানীর দিকে। আর এরকম একটা বিশেষ মুহূর্তে দিল্লির রাজপথে সারা দেশের বাছাই করা ছাত্রছাত্রীদের সঙ্গে রাষ্ট্রপতিকে অভিবাদন জানাবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) ফিজিক্যাল এডুকেশনের ছাত্রী পূজা কোলে। প্রজাতন্ত্র দিবসের মতো অনুষ্ঠানে বিশ্ববিদ্যালেরই এক ছাত্রীর উপস্থিতির ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বিশ্ববিদ্যালয়জুড়ে।
বাঁকুড়ার কোতলপুরের বাসিন্দা পূজা ছোট থেকেই যোগায় বিশেষভাবে পারদর্শী। দিদি মৌসুমী কোলের সঙ্গে দেশ-বিদেশ ঘুরে এসেছেন যোগব্যাায়ামের কারণেই। এহেন পূজা এবার ডাক পেয়েছেন রাজধানীর রাজপথের কুচকাওয়াজে। তাই, খুশির হাওয়া শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, তাঁর জেলা বাঁকুড়াও আনন্দে মাতোয়ারা তাঁকে নিয়ে। পূজা বলেন, ‘সত্যিই খুব আনন্দ হচ্ছে। দেশের রাষ্ট্রপতির সামনে রাজধানীর রাজপথে তাঁকে অভিবাদন জানাব এটা ভেবেই। অনেক ছোট থেকেই আমি স্বপ্ন দেখেছি যোগব্যায়ামের মাধ্যমে কিছু করার। এর আগে জাতীয় ও আর্ন্তজাতিক স্তরেও গিয়েছি। কিন্তু সত্যি বলতে এতটা আনন্দ কখনো হয়নি। দিল্লি যাওয়ার পর এক মাসের ক্যাম্পে আমাদের রাখা হবে রাষ্ট্রীয় ভবনে।’
বিশ্ববিদ্যালয়ের এনএসএস (NSS) সেলের প্রোগাম কো-অর্ডিনেটর রাজেশ দাস বলেন, ‘বাংলা থেকে মাত্র আট জন ডাক পেয়েছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। সেখানে আমার বিশ্ববিদ্যালয়ের মেয়ে প্রতিনিধিত্ব করবে, এটা আমাদের কাছে গর্বের। পূজার এই সাফল্যে আমরাও গর্বিত।’
নির্বাচন শুরু হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেই। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে প্যারেড টেস্ট, কালচারাল ও ফিটনেস টেস্ট, ইন্টারভিউ নেওয়া হয়। কলকাতা থেকে পরীক্ষকেরা এসেছিলেন নির্বাচনের জন্য। বর্ধমান বিশ্বিবিদ্যালয় থেকে এক জন ও অন্য দু'টি কলেজ থেকে দু'জন- মোট তিন জনকে মনোনীত করেন পরীক্ষকরা। পরে ওড়িশার ভুবনেশ্বরে ১৪ থেকে ২৫ নভেম্বর হয় চূড়ান্ত পর্বের নির্বাচন। এখানে নির্বাচনের তালিকা চূড়ান্ত করতে দিল্লি থেকে এসেছিলেন নির্বাচকরা। সেখানে প্যারেড টেস্টর জন্য ছিল ৫০ নম্বর, কালচারাল টেস্টে ৩০ , ফিটনেস টেস্টে ১০ ও পার্সোনাল ইন্টারভিউতে ১০। মোট ১০০ নম্বরের মধ্যে উপরে তালিকা তৈরি করা হয়।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট আট জন নির্বাচিত হন। যার মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রতিযোগী হিসেবে মনোনীত হন পূজা । ১৫ ডিসেম্বর, শুক্রবার বিশ্ববিদ্যালয়ে মেল পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় পূজার নির্বাচনের কথা। আগামী ৩০ ডিসেম্বর পূর্বা এক্সপ্রেসে চেপে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাবেন পূজা। অনুষ্ঠান শেষে আগামী ৩১ জানুয়ারি ফিরবেন বাংলার এই আট জন। পূজাও ফিরবেন সেই দলের সঙ্গে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)