Holi 2025: রং খেলার পর কীকরে ত্বকের যত্ন নেবেন? কী বললেন চিকিৎসক অভিষেক দে?
ABP Ananda Live: রং মাখার আগে কীভাবে ত্বকের যত্ন নেবেন? বা রং খেলার পরই বা কী করে ত্বকের যত্ন নেব? 'অনেক ধরনের অ্যালার্জি হতে পারে কিছু ক্ষতিকারক রং থেকে। শুধু ত্বকই না অনেক সময় আমাদের নখেও কিছু ইনফেকশন হয়ে যায় রং থেকে।' বললেন চিকিৎসক অভিষেক দে।
সোনাঝুরিতে দোলে কেন বাধা নেই, পুলিশ অভয় দিতেই ভিড়
সোনাঝুরিতে দোলে কেন বাধা নেই পুলিশ অভয় দিতেই ভিড়। নিজেদের মধ্যে দোল খেলতে ব্যাস্থ সবাই। শান্তিনিকেতনের যে কোন জায়গায় সাধারণ মানুষ দোল খেলতে পারেন কোন বাধা নেই। কোনও নিষেধাজ্ঞা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সকাল থেকে ভিড় করেছে সোনাঝুড়িতে। বন দফতর সোনাঝুরিতে দোল বন্ধের নির্দেশ দেওয়ার পরেই শুরু হয় বিতর্ক। পুলিশ পরিকল্পনা করে সোনাঝুরিতে বসন্ত উৎসব বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।তারপরেই অতিরিক্ত পুলিশ সুপার , বোলপুর, রানা মুখোপাধ্যায় জানান, সোনাঝুরিতে দোলে কোনও বাধা নেই।


















