![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Purba Barddhaman: লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূলের প্রধান ও পঞ্চায়েত সদস্য
Panchayat Poll 2022: আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিলে পঞ্চায়েত ভোট হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। আর তেমনটা হলে ৫ মাসের বেশি সময় হাতে নেই।
![Purba Barddhaman: লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূলের প্রধান ও পঞ্চায়েত সদস্য Trinamool chief and panchayat member accused of taking a cut of lakhs of rupees Purba Barddhaman: লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূলের প্রধান ও পঞ্চায়েত সদস্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/2b5f5d20d1f36f6fcb9ef87b3058db90166795978478551_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রানা দাস, মঙ্গলকোট: তৃণমূলের (Trinamool Congress) প্রধান ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুললেন দলেরই আরেক পঞ্চায়েত সদস্য। মঙ্গলকোটের (Mangalkot) ভাল্যগ্রাম পঞ্চায়েতে সামনে চলে এল তৃণমূলের মতবিরোধ। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য অবশ্য কাটমানির অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করেছেন তৃণমূল জেলা সভাপতি।
কাটমানির অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে: আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিলে পঞ্চায়েত ভোট হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। আর তেমনটা হলে ৫ মাসের বেশি সময় হাতে নেই। তার মধ্যেই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পঞ্চায়েতে টেন্ডার ঘিরে প্রকাশ্যে চলে এল তৃণমূলের মতবিরোধ। তৃণমূলের প্রধান ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুললেন দলেরই আরেক পঞ্চায়েত সদস্য। মঙ্গলকোটের তৃণমূল পরিচালিত ভাল্যগ্রাম পঞ্চায়েতের, অভিযোগকারী সদস্যের দাবি, রাস্তা, নর্দমা সংস্কারের জন্য ৪২ লক্ষ টাকার টেন্ডার হয়েছিল। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে, ঠিকাদারদের থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়েছেন পঞ্চায়েত প্রধান পার্বতী ঘোষ ও পঞ্চায়েত সদস্য প্রদীপ চট্টরাজ। এমনকী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামেও ১০-১২ হাজার টাকা করে কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। ভাল্যগ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ আব্দুল রহিম বলেন, “প্রধানকে সঙ্গে করে প্রদীপ চট্টরাজ ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে। গ্রামীণ আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রদীপ চট্টরাজ উপভোক্তাদের কাছ থেকে ১০-২০ হাজার টাকা করে তুলেছে।’’
অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য অবশ্য কাটমানির অভিযোগ অস্বীকার করেছেন। অভিযুক্ত প্রদীপ চট্টরাজের কথায়, “আমরা কোন নোংরা কাজ করি না। আসলে আব্দুর রহিম নিজেই বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে টাকা তোলে। ওর অনেক প্রমাণ আমাদের কাছে আছে। কাজ কে পাবে তার ঠিক নেই ই-টেণ্ডার তো সকলে দেখতে পাবে।’’ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও, তাঁর ফোন স্যুইচড অফ ছিল। পূর্ব বর্ধমানের তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “যে সদস্য বাইরে বিবৃতি দিয়েছেন তিনি অন্যায় করেছেন। প্রদীপ চট্টরাজ যদি কোন ঠিকাদারের কাছে টাকা নিয়ে থাকে তা যদি প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ এই ঘটনার প্রভাব আসন্ন পঞ্চায়েত ভোটে পড়বে না তো? সেই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: Jorasanko: কবিগুরুর পাশেই মমতা-অভিষেকের ছবি! হেরিটেজ জবরদখলের অভিযোগ, জোড়াসাঁকোয় হাজির এবিপি আনন্দ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)