Purba Bardhaman: বিধির বিধান! একই আসরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে সম্পন্ন হল পূর্ব বর্ধমানে
Purba Bardhaman News: ভাতারের দুই বোন অর্পিতা ও পারমিতা এখন কুড়মুনের দুই ভাই লব ও কুশের বাড়ির বউ। গত রবিবারই আট হাত এক হয়েছে।
রাণা দাস, পূর্ব বর্ধমান: বিধির বিধান বোধ হয় একেই বলে। এক আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বাসিন্দারা। দুই যমজ ভাইয়ের (twin brothers) গলায় মালা দিলেন দুই যমজ বোন (twin sisters)। বিয়ের আসরে কে কার স্বামী (husband) বা স্ত্রী (wife) চিনতে ভুল নিমন্ত্রিতরা করলেও, নতুন দম্পতি (newly wedded couple) কিন্তু বেজায় খুশি। গত রবিবার সম্পন্ন হয়েছে শুভ পরিণয়। তাঁদের এই খবর এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও (Social Media)।
দুই যমজ ভাইয়ের গলায় মালা দিলেন যমজ বোন
জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে। বিধির বিধানেই বোধ হয় এই অসামান্য সমাপতন। দুই যমজ বোন ছোট থেকেই হরিহর আত্মা। তাঁদের ইচ্ছা ছিল একই পরিবারে বিয়ে করার, যাতে কখনও তাঁদের আলাদা হতে না হয়। মেঘ না চাইতেই মিলল জল। একই বাড়ি শুধু নয়, দুই যমজ ভাইয়ের সঙ্গেই পরিণয় সম্পন্ন হল দুই বোনের।
ভাতারের দুই বোন অর্পিতা ও পারমিতা। যমজ দুই বোন, যাঁদের পোশাক থেকে খাওয়া-দাওয়া সব পছন্দই এক। তাঁদের ইচ্ছে ছিল একই পরিবারে বিয়ে করার, যাতে কখনও তাঁদের আলাদা না হতে হয়। ইচ্ছে পূরণও হল। শুধু একই বাড়িতে নয় বাড়ির যমজ দুই ছেলের সঙ্গে বিয়ে হল এই দুই যমজ বোনের। কুড়মুনের যমজ ভাই লব ও কুশের সঙ্গে তাঁদের বিয়ে হয় গত রবিবার। লব ও কুশের এক আত্মীয় এই যমজ বোনের সম্বন্ধ এনেছিলেন। দুই পরিবারই বিয়ের যোগাযোগ শুরু করে। পাত্রপক্ষ ও পাত্রীপক্ষ যমজ হওয়ায় লব-কুশ ও অর্পিতা-পারমিতা রাজি হয়ে যান বিয়েতে।
একই রঙের বেনারসি, একই গয়না পরে সেজেছিলেন দুই বোন। এক রঙের পাঞ্জাবীতে সেজেছিলেন দুই ভাইও। বিয়ের দিন বরযাত্রীরা দুই নতুন বউকে দেখে বুঝতেই পারছিলেন না যে, কে কার স্ত্রী। গুলিয়ে ফেলছিলেন অনেকেই। বৌভাতের দিনও ছেলের বন্ধুরা বুঝতে পারছিলেন না যে কার হাতে কোন উপহার তুলে দেবেন। সঠিক পাত্র চিনতে হিমশিম খেতে হয় কনেযাত্রীদেরও। এ যেন ঠিক 'ভ্রান্তিবিলাস' সিনেমার গল্প। তবে সিনেমার গল্পের প্রেক্ষাপট যেন তাঁদের সাংসারিক জীবনে না আসে, সেই চিন্তাও রয়েছে অনেকের। কিন্তু তা নিয়ে মোটেই চিন্তিত নয় যমজ দুই নতুন দম্পতি। বিধির বিধানেই বোধহয় এই অসামান্য সমাপতন।