![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Saltlake News: সল্টলেকে বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠের অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা । সল্টলেকের পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুঠ । বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠের অভিযোগ । সোনার গয়না ও ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ । গলা টিপে খুনের চেষ্টা, অভিযোগ বৃদ্ধার । গতমাসেই স্বামীর মৃত্যু, তারপর থেকে বাড়িতে একাই থাকেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা । পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত ১ যুবকের বিরুদ্ধে অভিযোগ।
আরও খবর..
সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা। সল্টলেকের পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ফ্ল্যাটে ঢুকে লুঠ। বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠের অভিযোগ। সোনার গয়না ও ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ। গলা টিপে খুনের চেষ্টা, অভিযোগ বৃদ্ধার। গত মাসেই স্বামীর মৃত্যু, তারপর থেকে ফ্ল্যাটে একাই থাকেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। প্রাক্তন পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত ১ যুবকের বিরুদ্ধে অভিযোগ।
দেগঙ্গায় ভরসন্ধেয় বাড়িতে ঢুকে ডাকাতি। বাড়ির মহিলাদের ‘মা’ বলে ডেকে, দুষ্কৃতীদের লুঠপাট। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর দুটি বাড়িতে ডাকাতি। সোনাদানা, টাকাপয়সা মিলিয়ে কয়েক লক্ষ টাকা লুঠ। লুঠপাটের পর ডাকাতরা চম্পট দেয় বলে অভিযোগ।
![Saltlake News: সল্টলেকে বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠের অভিযোগ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/24/8629ee046ca91018ec48300124f157e91732461380773894_original.png?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)