Purba Burdwan Weather : কুয়াশায় ঢাকা সকাল, ঠান্ডা আমেজ ; একনজরে আজ পূর্ব বর্ধমানের আবহাওয়া
Weather forecast of Purba Burdwan : বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫২ শতাংশ, ন্যূনতম ২৯ শতাংশ...
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ৬ জানুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -
সর্বোচ্চ তাপমাত্র- ২৪ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১২ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫২ শতাংশ, ন্যূনতম ২৯ শতাংশ।
আরও পড়ুন ; অব্যাহত শীতের দাপট, আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
বঙ্গের আবহাওয়া-
বছরের শুরুতে শীতের (Winter) দাপট অব্যাহত। কলকাতায় (Kolkata) আরও নামল পারদ। আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের (West) জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। শীতের কনকনানি উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Departmen) জানিয়েছে, সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। অন্যদিকে, উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স অঞ্চলেও তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা কুয়াশা হবে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে নদীয়া, উত্তর ২৪ পরগনার মতো জেলাতে। আগামী কয়েকদিন হালকা থেকে ঘন কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায়।