(Source: ECI/ABP News/ABP Majha)
Purba Medinipur : বালিসাই-তাজপুর বেহাল রাস্তায় 'ধুলোঝড়ে' উঠছে নাভিশ্বাস ! সংস্কারের দাবিতে অবরোধ
Road-repair Demand : গত এক বছর ধরে বালিসাই থেকে তাজপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা রয়েছে
ঋত্বিক প্রধান, দিঘা : রাজ্যের পর্যটকদের কাছে অন্যতম সেরা গন্তব্যস্থল। এহেন বালিসাই-তাজপুরের (Tajpur) রাস্তার বেহাল দশা নিয়ে এবার সরব হলেন স্থানীয় বাসিন্দা ও অটো ইউনিয়নের সদস্যরা। অবিলম্বে বেহাল পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কারের (Road Repair) দাবি তুলেছেন তাঁরা।
গত এক বছর ধরে বালিসাই থেকে তাজপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা রয়েছে। কোথাও তৈরি হয়েছে গর্ত, কোথাও আবার পিচ উঠে গিয়ে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে কোনও রকমে বালি এবং চিপস ফেলে রাস্তা মেরামতির চেষ্টা করা হলেও, পরবর্তীকালে তাও উঠে যায়।
এর ফলে, এখন কোনও গাড়ি যাতায়াত করলে কার্যত 'ধুলোঝড়' ওঠে। বেজায় সমস্যায় পড়েন পর্যটক থেকে শুরু করে পথচলতি মানুষ। এই পরিস্থিতিতে আজ তাজপুর গ্রামবাসী ও অটো ইউনিয়নের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়। তাঁরা দাবি জানান, অবিলম্বে এই রাস্তা মেরামত করতে হবে। অন্যথা, তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
অটো ইউনিয়নের কর্মকর্তারা জানান, প্রতিনিয়ত এক হাজার গাড়ি এই পথে যাতায়াত করে। যার ফলে রাস্তার পাশে উঠে যাওয়া পাথরের টুকরো ছিটকে গিয়ে পর্যটক থেকে আরম্ভ করে সাধারণ মানুষ আহত হচ্ছেন। গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তার থেকে আরও বেশি সমস্যা হচ্ছে, গাড়ি যাওয়ার পরে যে পরিমাণ ধুলো উড়ছে তাতে এলাকার মানুষের নাভিশ্বাস উঠছে। তাই অবিলম্বে এই রাস্তা সারাইয়ের দাবি জানান তাঁরা।
শিল্পশহরে রাস্তা সারাইয়ের সিদ্ধান্ত-
প্রসঙ্গত, দুর্গাপুর পুরসভার মেয়াদ ফুরনোর মুখে শিল্পশহরে বেহাল রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, দুর্গাপুর পুরভোটের দিকে তাকিয়েই এখন রাস্তা সারাইয়ের সিদ্ধান্ত। যদিও তা মানতে নারাজ উন্নয়ন পর্ষদ।
তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভার কার্যকালের মেয়াদ অগাস্ট মাসে শেষ হচ্ছে। তারপর সেখানে পুরভোট হওয়ার কথা। ঠিক তার আগেই, ইস্পাতনগরীর ২৯ নম্বর ওয়ার্ডে, সগরভাঙা কলোনি এলাকায় বেহাল বনফুল সরণি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ। এডিডিএ সূত্রে খবর, রাস্তা সংস্কারের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করেছে তারা।