Nandigram: নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় মৃত কর্মীর স্মরণে শহিদ দিবস পালন করবে বিজেপি
Purba Medinipur News: নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় মৃত, বিজেপি কর্মী দেবব্রত মাইতির স্মরণে ১৩ মে শহিদ দিবস পালন কারবে বিজেপি। দেবব্রতকে খুন করা হয়নি, ফের দাবি করল তৃণমূল।
বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: ২০০৭-এর রক্তক্ষয়ী নন্দীগ্রাম (Nandigram) আন্দোলনের স্মরণে ১৪ মার্চ ১০ নভেম্বর-সহ বছরের বিভিন্ন দিনে পৃথকভাবে নন্দীগ্রাম দিবস পালন করে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। এবার সেই নন্দীগ্রামেই ভোট পরবর্তী অশান্তির (Post poll violence) জেরে মৃত বিজেপি কর্মী দেবব্রত মাইতির স্মরণে ১৩ মে শহিদ দিবস পালন করবে তাঁর দল। রবিবার এই ঘোষণা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘আমার প্রস্তাব, দেবব্রত মাইতি, তাঁর প্রয়াণ হয়েছিল। ৫ তারিখে মেরেছিল। ১৩ তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে অমৃতলোকে যাত্রা করেছেন। আগামী ১৩ মে চিল্লগ্রাম চলো দিবস পালন করব। চিল্লগ্রামে কালীমন্দিরের সামনের মাঠে আমরা দেবব্রত মাইতির স্মরণসভা করব। ওঁকে আমরা প্রথম হিন্দু শহিদ হিসেবে তুলে ধরব।’
ভোট পরবর্তী হিংসায় মৃত্যুর অভিযোগ
২০২১-এ বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিনই ৩ মে বিজেপি কর্মী দেবব্রত মাইতির ওপর হামলা হয় বলে অভিযোগ। ১০ দিন পর ১৩ মে কলকাতায় মৃত্যু হয় তাঁর। ওই ঘটনায় হামলার অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে।
বিজেপির হামলায় তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ
অন্যদিকে, বিধানসভা ভোটের আগে খুন হয়েছিলেন নন্দীগ্রামের তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না। কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতারও করেছিল পুলিশ। সেই ঘটনা মনে করিয়ে দিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের দাবি, ‘দেবব্রত মাইতিকে কেউ মারেনি। দৌড়ে পালাতে গিয়ে ঢালাই রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। ১০ দিন পর হাসপাতালে মৃত্যু হয়। উনি শহিদ নন। তাহলে নন্দীগ্রামে যে রবীন মান্না মারা গেছিল, সেই রবীন মান্না কি সনাতন ছিল না?’
গ্রেফতার শেখ সুফিয়ানের জামাই
নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে খুনের অভিযোগে, শেখ সুফিয়ানের জামাই-সহ ১১ জনকে গ্রেফতার করেছে সিবিআই। শেখ সুফিয়ানকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্প্রতি সেই মামলায় চার অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এবার সেই নিহত বিজেপি কর্মীর মৃত্যুতে শহিদ দিবস পালনের সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। পাশাপাশি, দেবব্রত মাইতির চিল্লগ্রামের বাড়ির সামনে তাঁর মূর্তিও বসানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।