![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mann Ki Baat: শততম ‘মন কি বাত’,বিশেষ গুরুত্ব নন্দীগ্রামকে, চলছে চূড়ান্ত প্রস্তুতি
Nandigram News:প্রধানমন্ত্রীর 'মোদির মন কি বাত' অনুষ্ঠানের শততম পর্বকে ঘিরে সাজ সাজ রব নন্দীগ্রামেও।
![Mann Ki Baat: শততম ‘মন কি বাত’,বিশেষ গুরুত্ব নন্দীগ্রামকে, চলছে চূড়ান্ত প্রস্তুতি Purba Medinipur Nandigram PM Narendra Modi to communicate with locals during the 100th episode of Mann Ki Baat Mann Ki Baat: শততম ‘মন কি বাত’,বিশেষ গুরুত্ব নন্দীগ্রামকে, চলছে চূড়ান্ত প্রস্তুতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/30/84f78f2ef71b5991382b2427b2e796541682831707057338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র 'মোদির মন কি বাত' অনুষ্ঠানের শততম পর্ব (Mann Ki Baat)। আর সেই মাইলফলক তৈরিতে শামিল হয়ে গেল বাংলার নন্দীগ্রামও। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । তার জন্য নন্দীগ্রামের গোকুলনগরে বিশেষ আয়োজন হয়েছে (BJP)। সেখানে মহিলাদের সঙ্গেই প্রধানমন্ত্রী কথা বলবেন বলে জানা গিয়েছে। এ দিন দেশের ১৬ জায়গার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন মোদি। তাতে জায়গা পেয়েছে নন্দীগ্রামও (Nandigram News)।
সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা নন্দীগ্রামে
প্রধানমন্ত্রীর 'মোদির মন কি বাত' অনুষ্ঠানের শততম পর্বকে ঘিরে সাজ সাজ রব নন্দীগ্রামেও। সকাল থেকে সেখানে চূড়ান্ত ব্যস্ত থাকতে দেখা গিয়েছে বিজেপি-র নেতা-কর্মী এবং সমর্থকদের। সেখানে প্রায় ৫ হাজার মানুষের বসার জায়গা করা হয়েছে। একেবারে সামনের সারিতে থাকবেন মহিলারা। তাঁদের সঙ্গে কথা বলবেন মোদি। আধ ঘণ্টার এই অনুষ্ঠানকে সফল করতে বিজেপি-র তরফে কোনও খামতি রাখা হচ্ছে না।
তবে 'মন কি বাত'-এর জন্য নন্দীগ্রামে কেন বেছে নেওয়া হল, তার সপক্ষে নানা তত্ত্ব উঠে আসছে। মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র বলেই, নন্দীগ্রামকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মনে করছেন বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশ। কারণ ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজয়ী হন শুভেন্দু। পরাজিত করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার পর থেকে বিজেপি-র সব হাইপ্রোফাইল সভা এবং সমাবেশের কেন্দ্র থেকেছে নন্দীগ্রাম।
তবে 'মন কি বাত'-এর শততম পর্ব ঘিরে বিজেপি-র তরফে চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করা গেলেও, এ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ট্যুইটারে তিনি লেখেন, "সম্মানীয় মোদিজি, আজ 'মন কি বাত'-এর শততম পর্ব। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও সরাসরি সম্প্রচারিত হবে। আমাদের দয়া করে জানান, ১) বিজেপি-র শিকারিদের হাত থেকে কেন ভারতের ক্রীড়াবিদ মেয়েদের রক্ষা করা যাবে না? ২) সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কেন আদানির বিরুদ্ধে তদন্ত শেষ করতে পারবে না সেবি? " যদিও মহুয়ার প্রশ্নকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
রাষ্ট্রপুঞ্জেও সরাসরি সম্প্রচার মোদির অনুষ্ঠানের
'মন কি বাত'-এর শততম পর্ব ঘিরে বিজেপি-র তরফে চূড়ান্ত প্রস্তুতি চোখে পড়ছে গোটা দেশেই। দেশ জুড়ে সম্প্রচারের পাশাপাশি, নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও 'মন কি বাত'-এর সম্প্রচার হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৪-র ৩ অক্টোবর থেকে শুরু হয় মোদির 'মন কি বাত' রেডিও অনুষ্ঠান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)