(Source: ECI/ABP News/ABP Majha)
Purba Medinipur Weather: রাজ্যজুড়ে ফের জাঁকিয়ে শীত, কেমন থাকবে দিঘার আবহাওয়া?
Weather forecast of Purba Medinipur:পশ্চিমী ঝঞ্জা কাটতেই শীত দাপট দেখাচ্ছে রাজ্যে। পূর্ব মেদিনীপুরের দিঘায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি কম।
পূর্ব মেদিনীপুর: পশ্চিমী ঝঞ্জা কাটতেই শীত দাপট দেখাচ্ছে রাজ্যে। পূর্ব মেদিনীপুরের দিঘায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি কম। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। পূর্বাভাস অনুযায়ী, দিঘায় আগামী কয়েকদিন আকাশ মেঘমুক্ত থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)। আগামীকাল দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৪ ও ১৬ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন ১ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।গত ২৪ ঘণ্টায় আপেক্ষিক আর্দ্রতা ৮০ থেকে ৬৪ শতাংশ।
পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।
রাজ্যের আবহাওয়ার আপডেট
পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই উত্তুরে হাওয়ার হাত ধরে বঙ্গে ফের জাঁকিয়ে শীত (Winter Update)। দু’ দিনে ৫ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পারদ আরও নামার সম্ভাবনা। ফলে বজায় থাকবে শীত। তবে ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সরস্বতী পুজোর ( Saraswati Puja ) সময় বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।