Purba Medinipur Weather: রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, কেমন থাকবে দিঘার আবহাওয়া?
Weather forecast of Purba Medinipur:মঙ্গলবারও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড।
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দিঘায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি কম। দিঘায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। পূর্বাভাস অনুযায়ী, দিঘায় আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড। (Weather forecast of Purba Medinipur-Digha)। আগামীকাল দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সেইসঙ্গে থাকতে পারে মাঝারি কুয়াশা। মঙ্গলবারও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড। আগামী বুধবার সকালে কুয়াশা এবং তারপর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাড়তে পারে সর্বমিন্ন তাপমাত্রা। শুক্রবার দিঘায় হাল্কা বৃষ্টি হতে পারে। আজ সূর্যাস্ত ৫.২৭ টায়। আগামীকাল সূর্যোদয় ভোর ৬.১৭ টায়।
পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।
আজ দিঘায় সূর্যাস্ত সন্ধে ৫.১৭ টায়। আগামীকাল সূর্যোদয় ভোর ৬.২০ টায়।
রাজ্যের আবহাওয়ার আপডেট
বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে আজও রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। ১২-র নীচে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এ বছরের জানুয়ারি মাসে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। চলতি মরশুমে গত ডিসেম্বরে তাপমাত্রা নেমেছিল ১১ দশমিক ২ ডিগ্রিতে। শীতে কাঁপছে জেলাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা স্বাভাবিকের নীচেই থাকবে পারদ।মঙ্গল-বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই ভরা মাঘে অকাল বর্ষণ।