পুরুলিয়ায় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, খুন না অন্য কারণ দ্বন্দ্বে পুলিশ
ঠিক কী হয়েছিল? মৃতের ছেলে হেমন্ত রাজোয়ার জানিয়েছেন গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তাঁর বাবা।
হংসরাজ সিংহ, পুরুলিয়া: বাড়ির অদূরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ পুরুলিয়া জেলার বলরমপুর থানা অন্তর্গত তীলাই গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম দয়াল রাজয়ার। বছর ৩৫-এর দয়াল পেশায় রাজমিস্ত্রি ছিলেন বলেই জানা গিয়েছে।'
ঠিক কী হয়েছিল? মৃতের ছেলে হেমন্ত রাজোয়ার জানিয়েছেন গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তাঁর বাবা। রাত দশটা নাগাত পরিবার খবর পায় বাড়ির অদূরে বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয়রা স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কে বা কারা এই কাজ করেছেন তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পরিবারের লোকজন। দুর্ঘটনা, নাকি পূর্ব শত্রুতার জেরেই খুন তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় খুনের মামলা রুজু করা হয়েছে। বলরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি হাসপাতাল পাঠান হয়েছে।
উল্লেখ্য, গতকাল যুবকের ক্ষত-বিক্ষত পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নাকাশীপাড়া থানার দুর্গাপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম হাবিবুর শেখ। বয়স ২৫। মৃত যুবক নাকাশিপাড়ার দোগাছি গ্রাম পঞ্চায়েত এলাকার পাটপুকুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর ওই যুবক গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। কয়েকদিন খোঁজাখুঁজির পর ওই যুবকের সন্ধান না পাওয়ায় মঙ্গলবার যুবকের পরিবারের তরফে নাকাশীপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
মৃতের পরিবার জানিয়েছে, ৪ দিন আগে ওই যুবকের দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। গতকাল তাঁরা ওই দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এর পরই তদন্ত শুরু করে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: South Dinajpur: বেহাল রাস্তা সারাইয়ের দাবি, পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের
আরও পড়ুন: কোভিশিল্ডের বদলে অ্যামিকাসিন, খুনের চেষ্টা-সহ ১৪টি ধারায় মামলা, কসবা ভ্যাকসিনকাণ্ডে চার্জশিট পেশ