Purulia News:পুরনোদের বাদ দিয়ে নয়া অস্থায়ী কর্মী নিয়োগ, প্রতিবাদে পুরুলিয়ায় কর্মবিরতির ডাক পুরকর্মীদের
Purulia Municipality Temporary Workers Start Agitation: পুরনো কর্মীদের বাদ দিয়ে প্রতিটি ওয়ার্ডে ৫ জন করে অস্থায়ী কর্মী নিয়োগ করার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলেন পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীরা।
সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরনো কর্মীদের বাদ দিয়ে প্রতিটি ওয়ার্ডে ৫ জন করে অস্থায়ী কর্মী নিয়োগ (new temporary worker recruitment) করার প্রতিবাদে কর্মবিরতির (no work by purulia municipality worker) ডাক দিলেন পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার সকাল থেকেই পুরসভার অস্থায়ী কর্মীরা একত্রিত হয়ে আন্দোলনে (agitation starts) সামিল হয়েছেন।
কী হয়েছে?
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ দিন ধরে কাজ করা অস্থায়ী কর্মীদের বেতন ন্যূনতম হলেও কয়েকমাস ধরে বকেয়া পড়ে রয়েছে। অথচ এর মধ্য়েই পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে নতুন করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে। তারই প্রতিবাদে এদিন সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন পুরুলিয়া পুরসভার অস্থায়ী কর্মীরা। মোট অস্থায়ী কর্মী ১৭০০। তাঁদের বাদ দিয়ে নতুন নিয়োগ করার প্রতিবাদে আজ সকাল থেকে পুরুলিয়া পুরসভার সাফাই বিভাগের কার শেডে বিক্ষোভ দেখা শুরু করেন অস্থায়ী কর্মীরা। ফলে পুর এলাকায় আজ সকাল থেকে কোনও কর্মী রাস্তায় নামেননি। উল্লেখ্য, গত নভেম্বরে বকেয়া ডিএ-র দাবিতে পথে নেমেছিলেন পুরকর্মীরা।
বকেয়া ডিএ-র দাবিতে...
গত নভেম্বর বকেয়া ডিএ-র দাবিতে বিধানসভা অভিযান করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। তাঁদের যৌথ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার হয়। ধর্মতলা থেকে মিছিল বিধানসভার দিকে যেতেই মিছিল নিয়ন্ত্রণের নামে পুলিশি নির্যাতনের অভিযোগ ওঠে। ডিএ চাওয়ায় পুলিশের ঘুষি জোটে বলে অভিযোগ। তাতে কারও মাথা ফাটে, কারও পেটে-ঘাড়ে ঘুষিও পড়েছিল। মার খান পেনশনভোগীরাও। আন্দোলনকারীদের টেন হিঁচড়ে, চ্যাংদোলা করে ভ্যানে তোলে পুলিশ। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে ৩৪ শতাংশ DA-র ফারাক ছিল, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গত ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও ২২ সেপ্টেম্বর তা খারিজ করে দেয় আদালত। দাবি আদায়ে পথে নেমেছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। সেখানেই ধুন্ধুমার হয়েছিল বলে অভিযোগ। তার পর দিন, বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভ দেখান কলকাতা পুরসভার কর্মীদের বড় অংশ। পোস্টার, ব্যানার হাতে পুরসভা চত্বরে স্লোগান দিতে শোনা গিয়েছিল তাঁদের।
পুরুলিয়া পৌরসভার ক্ষেত্রে প্রতিবাদের কারণ অবশ্য আলাদা।
আরও পড়ুন:ঘন কুয়াশার জেরে হাওড়া স্টেশনে ব্যাহত রেল পরিষেবা, কোন কোন ট্রেন দেরিতে চলছে?