Purulia News: ফের আবাস যোজনায় দুর্নীতি অভিযোগ, পথ অবরোধ পুরুলিয়ায়
Purulia PMAY Controversy: আড়সা ব্লকের হেশলা গ্রাম পঞ্চায়েতের ঝুঁঝকা মোড়ে আবাস যোজনার বাড়ীর তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ।
সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: আড়সা ব্লকের হেশলা গ্রাম পঞ্চায়েতের ঝুঁঝকা মোড়ে আবাস যোজনার (PMAY) বাড়ীর তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ। সকাল থেকে পুরুলিয়া (Purulia) আড়সা রাজ্য সড়ক অবরোধ করে ঝুঁঝকাগ্রামের বাসিন্দারা। রাস্তা অবরোধের ফলে পর্যটকের গাড়ি যাত্রীবাহী বাস সহ বেশ কিছু গাড়ী আটকে পরে।পর্যটক থেকে হাসপাতালের নার্স প্রত্যেকে আটকে রয়েছেন এই অবরোধে (Road Blockade), অবরোধকারীদের বক্তব্য আড়সা ব্লকের ভিডিওকে ঘটনাস্থলে উপস্থিত হতে হবে। ফলে প্রায় দু'ঘণ্টা ধরে এই পথ অবরোধ চলছে।
ফের আবাস যোজনা (PMAY) ঘিরে অভিযোগের পাহাড় কামারপাড়া এলাকায়। অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের হরিপুর সংসদের কামারপাড়া এলাকায় ৫১২ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। পাশাপাশি অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতকে তালা মেরে বিক্ষোভে (Agitation) সামিল হলেন। এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেও ঘর পাননি। পাশাপাশি ১০০ দিনের কাজ, রাস্তাঘাট সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও এই এলাকার বাসিন্দারা বঞ্চিত বলে এই এলাকার বাসিন্দাদের অভিযোগ। আর সেই অভিযোগেই ক্ষিপ্ত হয়ে এলাকার বাসিন্দারা আজ অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের তালা মেরে ৫১২ জাতীয় সড়ক অবরোধ (Road Blockade) করে বিক্ষোভে সামিল হলেন।
বাসিন্দাদের অভিযোগ, যতক্ষণ তাঁদের এই দাবি পূরণ হবে, ততক্ষণ তাঁরা এই অবরোধ চালিয়ে যাবেন। বিজেপি পরিচালিত অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের অভিযোগ অন্যান্য সংসদের সদস্যরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও তিনি এই সুযোগ-সুবিধা পাননি। তাই তার নেতৃত্বে এদিন এলাকায় বাসিন্দারা অবরোধে সামিল হন। প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় আবাস যোজনাকে ঘিরে একের পর এক অভিযোগ উঠে আসছে। তৃণমূলের (TMC) বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের মধ্যেই এবার প্রধানমন্ত্রী আবাস (PM Awas Yojana)-তালিকায় অমিত শা (Amit Shah)-র ডেপুটির বাবার নাম থাকার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন, 'বাঘ তো খাঁচাতেই থাকবে, নচেৎ জঙ্গলে', অনুব্রতকে খোঁচা সুজনের
দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি-প্রাপকদের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের। এমনই দাবি করেছেন তৃণমূলের রাজ্য-সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিজেপি রাজনীতি করছে। অপরদিকে, প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) ঘর প্রাপকদের নামের তালিকায় দেখা গেল, নিশীথ প্রামাণিকের (Nisith Pramanick) বাবার নাম। চক্রান্ত বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জেলাশাসকের কাছে নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁর বাবা। সেই সঙ্গে সমীক্ষক দলের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।