Purulia News: ভিন্ রাজ্য থেকে ঢুকছে নিষিদ্ধ বাজি, বিস্ফোরক তৈরির উপকরণ, পুরুলিয়ায় গ্রেফতার বিহার ও ঝাড়খণ্ডের দুই যুবক
Firecrackers: পুলিশ জানিয়েছে, তল্লাশি করতে গিয়ে লরির পিছনে বিভিন্ন আকারের পেটি চোখে পড়ে। তা খুলতেই দেখা যায়, ভিতরে ঠেসে ভরে রাখা হয়েছে নিষিদ্ধ বাজি।
সন্দীপ সরকার, পুরুলিয়া: এখনও দুর্গাপুজো বাকি ১০ দিন। দীপাবলী আসতে আরও সময় রয়েছে। তার আগেই নিষিদ্ধ বাজির রমরমা চোখে পড়তে শুরু করল। পুরুলিয়ায় (Purulia News) লরি ভর্তি নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ (Banned Fireworks)। লরির চালককে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েচে বিপুল পরিমাণ বাজি। ভিন্ রাজ্য থেকে এ রাজ্যে নিষিদ্ধ বাজি ঢুকছিল বলে জানা গিয়েছে।
নিষিদ্ধ বাজি সমেত ভিন্ রাজ্যের যুবক গ্রেফতার পুরুলিয়ায়
মঙ্গলবার রাতে বাজি ভর্তি ওই লরিটিকে আটক করে পুরুলিয়ার সদর থানার পুলিশ (Purulia Police)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে গাড়িটি ঢোকে পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের রাঁচি রোড এলাকায় নাকা চেকিং করার সময় সেটিকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, তল্লাশি করতে গিয়ে লরির পিছনে বিভিন্ন আকারের পেটি চোখে পড়ে। তা খুলতেই দেখা যায়, ভিতরে ঠেসে ভরে রাখা হয়েছে নিষিদ্ধ বাজি। সঙ্গে সঙ্গে ওই লরিটিকে আটক করে পুলিশ। চালককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া সদর থানায়। বুধবার তাঁকে আদালতে তোলার কথা।
আরও পড়ুন: Anubrata Mondal: অনুব্রতকে আজ ফের CBI আদালতে পেশ, জামিনের আর্জি জানাতে পারেন আইনজীবীরা
পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, ধৃত লরি চালকের নাম তিতির রায়। বয়স ৩৪ বছর। আদতে তিনি বিহারের চাদওয়ারা গ্রামের বাসিন্দা। রাঁচি থেকে লক্ষাধিক টাকার বাজি নিয়ে লরি চালিয়ে এ রাজ্যে ঢোকেন। গোপন সূত্রে সেই খবর পৌঁছয় পুলিশের কাছে। সেই মতো নাকা চেকিং শুরু করে পুরুলিয়া সদর থানার পুলিশ। পুরুলিয়া-রাঁচি রোডের উপর জর্জ বাংলোর কাছে নাকা চেকিং চলাকালীন লরিটি এসে পৌঁছয়। তার মধ্যে থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ বাজি।
শব্দ এবং বায়ুদূষণ রুখতে বাজির ব্যবহার বন্ধের আর্জি জানিয়ে আসছে প্রশাসন। তবে নিষিদ্ধ বাজির কারবার বন্ধ করা যায়নি। প্রতি বছরই উৎসবের মরসুমে নিষিদ্ধ বাজি উদ্ধারের নজির সামনে আসে। এ বার পুজোর আগে পুরুলিয়ায় মিলল নিষিদ্ধ বাজি।
বিস্ফোরক তৈরির উপকরণ নিয়ে আসার অভিযোগে গ্রেফতার আরও ১
এর আগে, পুরুলিয়া সদর থানার পুলিশ সাজিদ আনসারি নামে এক যুবককে আটক করে। ওই যুবকেরবাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ এলাকায়। তিনিও একটি ছোট ট্যাঙ্কারে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত তরল পদার্থ নিয়ে এ রাজ্যে ঢোকেন বলে অভিযোগ। কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। তাঁকে গ্রেফতার করে পুলিশ।