R G Kar Case One Year : কাল অভয়া কাণ্ডের এক বছর, কলকাতা থেকে জেলা ফের বিচার চেয়ে পথে; নিহত চিকিৎসকের স্মরণে জ্বলল মোমবাতি
RG Kar Protest : কাল অভয়া মঞ্চের ডাকে 'কালীঘাট চলো'। আইন অমান্য করলে পদক্ষেপ করবে পুলিশ।

কলকাতা : বিচারহীন ৩৬৫। আর জি করকাণ্ডের কাল এক বছর। ২০২৪ এর সেই বিভীষিকাময় দিনের ক্ষত আজও টাটকা রাজ্যবাসীর বুকে। আর জি মেডিক্য়াল কলেজে, কর্তব্য়রত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ! খুন ! যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে, গোটা দেশকে, গোটা বিশ্বকে। আগামীকাল তার এক বছর হতে চলেছে। আজও অভয়া সুবিচার পাননি, এই দাবিতে এদিন দিকে দিকে ছড়িয়ে পড়ল ও পড়বে আর জি করকাণ্ডের প্রতিবাদ। কলকাতা থেকে সোদপুর-মিছিল, রাতভর জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার-মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। বিভিন্ন জায়গায় SFI, DYFI, মহিলা সমিতি মিছিলের আয়োজন করেছে। বিচারের দাবিতে CBI দফতরে কংগ্রেসের বিক্ষোভ।
'তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', এই স্লোগান লেখা ব্যানার নিয়ে এদিন প্রতিবাদ মিছিল, মশাল মিছিল করে উত্তর ২৪ পরগনা জেলা SFI, DYFI এবং ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি। সোদপুর উড়ালপুল হয়ে মিছিল যায়। সোদপুর-বারাসাত রোড ধরে এইচবি টাউনে অবস্থান বিক্ষোভ হবে রাতভর। সকালে রাখিবন্ধনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে। মিছিলে শামিল এক প্রতিবাদী বলেন, "এক বছর পরে অভয়ার বিচার হয়নি। শুধু আমরা নই, অভয়ার বাবা-মাও সেটা মনে করছেন। গোটা পশ্চিমবঙ্গে সকল গণতান্ত্রিক-প্রিয় মানুষ সেটা মনে করছেন। যাদের আন্দোলনের কারণেই পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার নড়েচড়ে বসেছিল, কিন্তু আজ আমরা এক বছর পরে দেখছি, ভারত সরকারের সিবিআই আর মমতা-সরকারের কলকাতা পুলিশ এক জায়গায় চলে আসছে। যতদিন এই সেটিং থাকবে, ততদিন...।" সেই সূত্র ধরেই মিছিলে হাঁটা অপর এক বাম মহিলা কর্মী বলেন, "এই সেটিং বন্ধ করতে হবে। এই সেটিংয়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যতদিন না অপরাধীরা শাস্তি পায়। এই অনৈতিক সেটিং রাজ্যকে শেষ করছে, দেশকে শেষ করছে এবং অভয়া বিচার পাচ্ছে না। তার বিরুদ্ধে দাঁড়িয়ে সবাই এক হচ্ছে। অভয়ার মা-বাবাও বুঝছেন, আমরাও বুঝছি।"
'বিচারহীন এক বছর', এই স্লোগানকে সামনে রেখে এসএফআই, ডিওয়াইএফআই ও মহিলা সমিতি আহ্বানে অপর একটি মিছিলের আয়োজন করা হয়েছে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত। সেখানে প্রতিবাদ জানানো হবে। 'সব দোষীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার চাই', ব্যানার নিয়ে প্রতিবাদে শামিল হন তাঁরা।
এদিকে অভয়া মঞ্চের ডাকে কাল 'কালীঘাট চলো' অভিযান। 'কেউ আইন অমান্য করলেই পদক্ষেপ করবে পুলিশ। অনুমতি দেয়নি পুলিশ, তাই হস্তক্ষেপ নয় আদালতের।' শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হাজরা রোডের ব্যবসায়ী সমিতির মামলা। অভয়া মঞ্চের কালীঘাট-অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়। ব্যবসায়ী সমিতির সেই মামলায় নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
এর পাশাপাশি কাল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এজন্য হাওড়ার বিভিন্ন জায়গায় পুলিশি বন্দোবস্ত জোরদার করা হচ্ছে। তবে নবান্ন অভিযানের আয়োজক কারা, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে বলে দাবি পুলিশের। 'আদালত বলেছে, প্রতিবাদ মৌলিক অধিকার। কিন্তু কোনও সরকারি সম্পত্তি যেন নষ্ট না হয়। প্রশাসন বিধিনিষেধ আরোপ করতে পারে বলেও জানিয়েছে আদালত। নবান্নের সামনে ১৬৩ ধারা জারি থাকে, কোনও রকম জমায়েত নিষিদ্ধ। বিকল্প জায়গা সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে শান্তিপূর্ণ প্রতিবাদ করা যেতে পারে। শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে।' মন্তব্য এডিজি দক্ষিণবঙ্গের।






















