West Midanpore: আর জি করকাণ্ডে প্রতিবাদ আটকানোর পরিকল্পনা? বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক
West Bengal News: বিক্ষোভ-প্রতিবাদের আবহে বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরের ডিআইয়ের। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কলকাতা: আর জি করকাণ্ডে (R G Kar Doctor Death) নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছে স্কুল পড়ুয়ারাও। এবার কি প্রতিবাদ আটকানোর পরিকল্পনা করা হচ্ছে? বিক্ষোভ-প্রতিবাদের আবহে বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরের ডিআইয়ের। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
প্রতিবাদ আটকানোর পরিকল্পনা?
আরজি করের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে। এরাজ্যে তো বটেই দেশের বাইরে পর্যন্ত আট থেকে আশি রাস্তা নেমে প্রতিবাদ করছে। এই আবহে পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক প্রধান শিক্ষকদের একটি মেল পাঠিয়েছেন। চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, শিক্ষা দফতরের অনুষ্ঠান ছাড়া বাইরের কোনও অনুষ্ঠানে যেন পড়ুয়ারা যোগ না দেয়। জুনিয়র, হাইস্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলে পর্যন্ত এই নির্দেশিকা পাঠানো হয়েছে। এখানে শিক্ষকদের একটা বড় অংশের প্রশ্ন, তাহলে কি প্রতিবাদ আটকানোর চেষ্টা করা হচ্ছে? যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই মর্মে কোনও সমস্ত জেলায় এই ধরনের নির্দেশিকা পাঠানো হয়নি। গতকাল পশ্চিম মেদিনীপুরের ডিআইয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, স্কুলের বাইরে রাজ্য সরকারের অনুষ্ঠান ছাড়া পড়ুয়াদের অংশগ্রহণ নয়। সংশ্লিষ্ট বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গতকাল আর জি কর-মামলায় রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে তুলোধোনা করেছে সুপ্রিম কোর্ট। পড়ুয়া-চিকিৎসকের দেহ উদ্ধার থেকে শুরু করে, ময়নাতদন্ত এবং FIR দায়ের পর্যন্ত রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইমলাইন নিয়ে ছত্রে ছত্রে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। FIR দায়েরের আগে কী করে ময়নাতদন্ত হল? সকাল সাড়ে ১০টায় অভিযোগ নথিভুক্ত করা হয়, সন্ধে সাড়ে ৬টা-সাড়ে ৭টা পর্যন্ত ময়নাতদন্ত, এরপর রাত সাড়ে ১১টায় কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হল? অপরাধের জায়গা সুরক্ষিত করতেই বা এত দেরি হল কেন। এতক্ষণ ধরে কী হচ্ছিল? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে টালা থানার ভূমিকাও। বিচারপতি জে বি পারদিওয়ালা মন্তব্য করেন, রাজ্য সরকার যেভাবে এই মামলায় যা করেছে তা আমার ৩০ বছরের কর্মজীবনে কখনও দেখিনি। আর জি কর হাসপাতালের নন-মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুপারের আচরণ সন্দেহজনক বলেও মন্তব্য করেন বিচারপতি পারদিওয়ালা। টাইমলাইন নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের সাফাই গ্রহণযোগ্য নয় বলে জানান বিচারপতি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Case: 'এই মামলায় রাজ্য যা করেছে, তা আমি ৩০ বছরে দেখিনি' মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির