Rabindra Bharati University: ভর্তির নামে ৫০ হাজার টাকা! দুই সিনিয়র পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ তরুণীর
West Bengal News: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির নামে টাকা চাওয়ার অভিযোগ। তরুণীর অভিযোগ, টাকা না দেওয়ায়, এন্ট্রান্সে পাস করানো হয়নি।
রুমা পাল, কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে (Rabindra Bharati University) ভর্তির নামে ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ। না দেওয়ায়, ছাত্রীকে এন্ট্রাসে পাস করানো হয়নি বলে দাবি। বিশ্ববিদ্য়ালয়ের ২ সিনিয়র পড়ুয়ার বিরুদ্ধে CMO, PMO-তে অভিযোগ জানিয়েছেন তরুণী। অভিযোগ জানানো হয়েছে UGC-র অ্য়ান্টি র্যাগিং সেলেও। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।
দুই সিনিয়র পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির নামে টাকা চাওয়ার অভিযোগ। টাকা না দেওয়ায়, এন্ট্রান্সে পাস করানো হয়নি তরুণীকে। বিশ্ববিদ্য়ালয়ের ২ সিনিয়ার পড়ুয়ার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন নিউ মার্কেট থানা এলাকার বাসিন্দা, এক তরুণী। তরুণীর অভিযোগ, মাস দুয়েক আগে, রবীন্দ্রভারতীর ফাইন আর্টস বিভাগে ভর্তি হতে গেলে,প্রবেশিকা পরীক্ষার আগেই, তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা চান বিশ্ববিদ্য়ালয়ের দুই সিনিয়র ছাত্র অভিজিৎ দাস ও ইন্দ্রজিৎ দলুই। কিন্তু ছাত্রী দিতে রাজি না হওয়ায়, তাঁকে এন্ট্রাসে পাশ করানো হয়নি বলে অভিযোগ।
কী জানিয়েছেন ওই তরুণী?
অভিযোগকারিণী বলেন, “আমি টাকা দিই নি বলে,, আমায় পরে বলল, দেখলি, টাকা দিসনি, তাই হয়নি। আমাকে বলে, তুই কিচ্ছু করতে পারবি না। আমরা টিএমসিপি করি।’’
এরপরই, প্রধানমন্ত্রীর দফতর, মুখ্য়মন্ত্রীর দফতর, ইউজিসির অ্য়ান্টি র্যাগিং সেলে অভিযোগ জানান তরুণী। অভিযোগ জানানো হয় শিক্ষামন্ত্রীর কাছেও। এছাড়া, সিঁথি থানা, নিউ মার্কেট থানাতেও অভিযোগ করেন ছাত্রী। এনিয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁরা ফোন ধরেননি। sms-এর উত্তর দেননি। সূত্রের খবর, বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষকে একটি বৈঠক ডাকার কথা জানিয়ে চিঠি দিয়েছে UGC. বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, তাঁরা সিএমও-র তরফে চিঠি পেয়েছেন। কিন্তু অভিযোগকারিণী সম্পর্কে বিস্তারিত তথ্য় না থাকায়, তাঁরা কোনও পদক্ষেপ করতে পারেননি। বিশ্ববিদ্য়ালয়ের ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার জানিয়েছেন, অভিযোগের ব্য়াপারে পর্যাপ্ত তথ্য় না থাকায়, বিষয়টি থমকে যায়। UGC থেকে মেল পাঠানো হয়েছে। তারা যে মিটিং ডাকার কথা বলেছে, তা ডাকা হবে। এরকম ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: South 24 Parganas: ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বিপত্তি, হুগলি নদীতে তলিয়ে গেলেন যুবক