Train Cancel : কুয়াশার জের, সঙ্গে মেরামতি ! কয়েক সপ্তাহের জন্য বাতিল একগুচ্ছ ট্রেন, তালিকায় কলকাতা-হাওড়ার ট্রেনও
জানুয়ারি-ফেব্রুয়ারিতে ট্রেন বাতিল। কিছু রুটে আগামী কয়েক সপ্তাহে রেল পরিষেবা ব্যাহত হবে। যাত্রা করার আগে বাতিল ট্রেনের তালিকা দেখে নিন।

জানুয়ারি-ফেব্রুয়ারি ট্রেন বাতিল
দেশজুড়ে তীব্র শীতের দরুণ ট্রেন চলাচলের বিঘ্ন ঘটছে অহরহ। গত কয়েক সপ্তাহে একাধিক ট্রেন বাতিল হয়েছে। এর প্রভাব রেলের গতিবিধিতেও স্পষ্ট দেখা যাচ্ছে। একদিকে, কুয়াশা এবং ঠান্ডার কারণে ট্রেনের গতি এমনিতেই কমে গেছে। অন্যদিকে, বড় আকারে রেলের পরিকাঠামো আপগ্রেডের জন্যও কাজকর্ম চলছে। নর্দার্ন রেলওয়ে এবং উত্তর পশ্চিম রেলওয়ের অনেক রুটে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং সিস্টেম বসানো হবে। রেল সূত্রে খবর, এই সব কারণে রেলওয়ে ২৫০টির বেশি ট্রেনের ট্রিপ বাতিল করেছে। এছাড়াও বেশ কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হচ্ছে। যাঁরা আগে থেকে টিকিট বুক করেছেন, তাঁদের চিন্তা বাড়ল বৈকি। বাড়ি থেকে বের হওয়ার আগে ট্রেনের সর্বশেষ তালিকা এবং সময়সূচী দেখে নেওয়া অত্যন্ত জরুরি এখন।
রেলওয়ে জানিয়েছে
রেলওয়ে থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন অনেক রুটে মেরামতি ও পরিকাঠামো আপগ্রেড করার কাজ চলতে পারে। উত্তর পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানিয়েছেন, রেলে কাজের জন্য অনেক ট্রেন বাতিল করা হচ্ছে।
বাতিল ট্রেনের তালিকা
- ট্রেন নম্বর ৫৪০১৬ ভিবানি-রোহতক ট্রেনটি ২৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৫৪০১৩ রোহতক-ভিবানি ট্রেনটি ২৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৫৪০১৮ ভিবানি-রোহতক ট্রেনটি ২৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৫৪০১৫ রোহতক-ভিবানি ট্রেনটি ২৬ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৫৪০১৪ ভিবানি-রোহতক ট্রেনটি ২৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৫৪০১১ রোহতক-হাঁসি ট্রেনটি ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৫৪০১২ হাঁসি-রোহতক ট্রেনটি ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৫৪৪২৪ হিসার-নয়াদিল্লি ট্রেনটি ১৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে।
- ট্রেন নম্বর ৫৪৪২৩ নয়াদিল্লি-হিসার ট্রেনটি ১৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে।
এছাড়া ফেব্রুয়ারি অবধি কলকাতা ও হাওড়া থেকে কয়েকটি ট্রেন বাতিল করা হচ্ছে। - ঝাঁসি-কলকাতা রুটে চলাচলকারী( ট্রেন নম্বর ২২১৯৮ )বীরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে না।
- হাওড়া-দেহরাদুন রুটে চলাচলকারী (ট্রেন নম্বর ১২৩২৭) উপাসনা এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে।
- নয়াদিল্লি-মালদা টাউন রুটে চলাচলকারী ট্রেন নম্বর ১৪০০৪ এক্সপ্রেস ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে।






















