Rajbhawan:'প্রশাসন এবং আইন সংক্রান্ত মন্ত্রিসভার প্রস্তাব জানাতে হবে রাজভবনে' জারি বিবৃতি
West Bengal News: ১৬৭ ধারা পালন করার কথা বলে মুখ্যমন্ত্রীর উদ্দেশে কড়া বার্তা দেওয়া হল রাজভবনের তরফে।
কলকাতা: আর জি কর-কাণ্ডে (R G Kar News) তোলপাড় রাজ্য। আর এই আবহে ফের সংঘাতের পথে রাজভবন। সংবিধানের ১৬৭ নম্বর ধারা মনে করিয়ে বিবৃতি জারি করল রাজভবন। ১৬৭ ধারা পালন করার কথা বলে মুখ্যমন্ত্রীর উদ্দেশে কড়া বার্তা দেওয়া হল রাজভবনের তরফে।
ফের সংঘাতের পথে রাজভবন: রাজভবনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল অনুরোধ করেছেন তিনি যেন সংবিধানের ১৬৭ নম্বর ধারা মেনে কাজ করেন। পাশাপাশি রাজ্যপালকে যেন রিপোর্ট আকারে দেওয়া হয় রাজ্যে কী কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, উল্লেখযোগ্যভাবে রাজভবনের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে রাজ্যপাল ইমেল পাচ্ছেন। যেখানে বলা হচ্ছে রাজ্য়পালের যে সাংবিধানিক ক্ষমতা রয়েছে সেটা যেন প্রয়োগ করে তিনি রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা করুক। আরজি কাণ্ডের ঘটনাপ্রবাহ উল্লেখ করেও রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
গত মাসে দিল্লি থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন সি ভি আনন্দ বোস। একইসঙ্গে আর জি কাণ্ডে রাজ্যের পরিস্থিতি সম্পর্কেও রাষ্ট্রপতিকেও জানান তিনি। প্রথমে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন তিনি। এরপর রাইসিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, আর জি কর-কাণ্ডে উদ্ভুত পরিস্থিতি নিয়েই রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল। চিকিৎসক খুনের ঘটনায় আসল তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে নানা মহল থেকে উঠে আসা সন্দেহ, ডাক্তার ছাত্রী খুনের ৫ দিনের মাথায় পুলিশের উপস্থিতিতেই হাসপাতালে অবাধ দুষ্কৃতী তাণ্ডব, আর জি কর-কাণ্ডে গড়ে ওঠা স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলন, আর তা বাগে আনতে গিয়ে পুলিশকে ব্যবহার করে যেভাবে নানা ক্ষেত্রে জোর খাটানোর অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে। রাজভবন সূত্রে খবর, প্রতিটি বিষয়েই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে অবহিত করেন রাজ্যপাল।
আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে দিল্লি সফরে গিয়ে গত মাসে মোবাইল কন্ট্রোল রুম চালু করেছেন রাজ্যপাল। 033-22001641 এবং 9289010682 এই দুটি নম্বর প্রকাশ করে জানানো হয়েছে,
ডাক্তার ছাত্রীকে খুন-ধর্ষণের ঘটনায় রাজ্য়পালকে কেউ কিছু জানাতে চাইলে এই দুটি নম্বরে ফোন করে জানানো যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Durga Puja 2024: 'বিচারের দাবিতে বাজবে আগমনীর সুর' পুজো অনুদান প্রত্যাখ্যান আরও এক ক্লাবের