Ramkrishna Paramahamsa quotes: রামকৃষ্ণ পরমহংস দেবের শিক্ষাই পথ দেখাবে জীবনে
Ramkrishna Paramahamsa quotes: রাজ্য-দেশের সীমা ছা়ড়িয়ে বিশ্বজুড়ে সমাদৃত হন রামকৃষ্ণ পরমহংস দেব। তাঁর জীবনী, তাঁর শিক্ষা. তাঁর বাণী অগণিত মানুষের জীবনের পাথেয়। আসুন দেখে নিন তাঁর কিছু বাণী।
রাজ্য-দেশের সীমা ছা়ড়িয়ে বিশ্বজুড়ে সমাদৃত হন রামকৃষ্ণ পরমহংস দেব। তাঁর জীবনী, তাঁর শিক্ষা নিয়েই জীবনে চলার চেষ্টা করেন বহু মানুষ। তাঁর বাণী অগণিত মানুষের জীবনের পাথেয়। আসুন দেখে নিন তাঁর কিছু বাণী।
রামকৃষ্ণ পরমহংসের বাণী
'যত মত, তত পথ'
'টাকা মাটি, মাটি টাকা'
'সব ধর্মের পথই সত্য। যেকোনও ধর্মের পথ ধরেই ঈশ্বরের কাছে পৌঁছনো যায়'
'ভগবান সর্বত্র রয়েছেন। একজন মানুষের মধ্যে তিনি সবচেয়ে বেশি থাকেন। মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা।'
'ভগবানের অনেক নাম রয়েছে, তাঁকে নানা ভাবে পাওয়া যায়। তাঁকে কী নামে ডাকা হয় বা কী নামে পুজো করা হয়, তা কোনও বড় বিষয় নয়। তাঁকে নিজের ভিতরে কীভাবে অনুভব করা হয় সেটাই গুরুত্বপূর্ণ'
'ধর্ম সম্পর্কে কথা বলা খুব সহজ, কিন্তু সেটা অনুশীলনে আনা ততটাই কঠিন'
'যেভাবে ধুলোয় ঢাকা আয়নার উপর সূর্যের প্রতিবিম্ব পরে না। সেভাবেই মলিন মনে ঈশ্বরকে অনুভব করাও সম্ভব নয়'
'যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছেন, তাঁর উপর কাম ও লোভের বিষ চড়ে না'
'ঈশ্বরের দেওয়া শক্তির উপযুক্ত ব্যবহার না করলে তিনি কখনই অধিক দেবেন না। ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য সবসময় চেষ্টা করে যাওয়া প্রয়োজন'
'জ্ঞানের অর্থ হল কাম ও লোভের থেকে মুক্তি'
'বিনাস্বার্থে কাজ যে মানুষ করেন, বাস্তবে সে নিজের ভাল করে চলেছেন'
'যদি কোনও কাজ করা হয়, তাহলে সেই কাজের প্রতি ভক্তিভাব থাকা অত্যন্ত জরুরি। তাহলেই সেই কাজ সার্থক হতে পারে'
'যখন ফুল ফোটে তখন মৌমাছিরা নিজে থেকেই চলে আসে। ঠিক তেমনই, যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সবাই নিজে থেকেই গুনগান করেন'
'জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরও জটিল করে দেবে'
'সত্যি কথার বলার সময় নম্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যায়'
Education Loan Information:
Calculate Education Loan EMI