Ranikuthi: গাড়ি চালাতে চালাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু চালকের
Ranikuthi News: নদিয়ার ধুবুলিয়ায় শনিবারের মর্মান্তিক ঘটনায় উঠে আসছে হৃদরোগের সম্ভাবনা। ঠিক তার পরের দিন কলকাতায় চলন্ত গাড়িতে অসুস্থ হয়ে মৃত্যু হল এক চালকের।
সত্যজিৎ বৈদ্য, সন্দীপ সরকার, কলকাতা: চলন্ত গাড়িতে অসুস্থ হয়ে চালকের মৃত্যু! রবিবারের সকালে এমনই ঘটনার সাক্ষী হল কলকাতার রানিকুঠি। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে গড়িয়ার বাসিন্দা ওই গাড়িচালকের।
ম্যাচ খেলতে নেমে মাঠে অসুস্থ হয়ে প্রতিভাবান ফুটবলারের মৃত্যু। নদিয়ার ধুবুলিয়ায় শনিবারের মর্মান্তিক ঘটনায় উঠে আসছে হৃদরোগের সম্ভাবনা। ঠিক তার পরের দিন কলকাতায় চলন্ত গাড়িতে অসুস্থ হয়ে মৃত্যু হল এক চালকের।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি গড়িয়ার শ্রীরামপুরের বাসিন্দা। এই মৃত্যুর কারণ হিসেবেও জোরাল হচ্ছে হৃদরোগের সম্ভাবনা।
ঘড়ির কাঁটায় তখন প্রায় সকাল ৮টা ২৫ মিনিট। স্থানীয় সূত্রে খবর, টালিগঞ্জের দিক থেকে গড়িয়াগামী একটি গাড়ি রানিকুঠির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গার্ডরেলে ধাক্কা মারে। আওয়াজ শুনে এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা ছুটে আসেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, চালককে তাঁর আসনে সঙ্কটজনক অবস্থায় দেখতে পান তাঁরা। প্রত্যক্ষদর্শীর দাবি, তখন খুব খারাপ অবস্থায় ছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি বুকে পাম্প করার চেষ্টা করি। পুলিশে খবর দিই। পরে শুনলাম মারা গিয়েছেন। প্রথমে বাঙ্গুর হাসপাতাল, সেখান থেকে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চালককে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
এ দিন ভরদুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয় এক মহিলার (Woman death)। রবিবার দুপুরে পশ্চিম বর্ধমানের (Pashchim Bardhaman) কাঁকসার ঘটনা।
কাঁকসার আড়া মোড়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। মৃত ওই মহিলার নাম সবিতা গরাই। তিনি কাঁকসার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। ওই মহিলা এদিন ছেলের সঙ্গে বাইকে (Bike) করে মুচিপাড়া থেকে আসছিলেন। সেই সময়েই প্রচণ্ড গতিতে এগিয়ে আসা একটি ট্রাক (Speeding truck) ওই বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলা মুচিপাড়ার এক মার্বেলের দোকানে গিয়েছিলেন মার্বেল পছন্দ করে কিনতে। সেখান থেকে বাড়ি ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।