Ration Scam: 'জ্যোতিপ্রিয় নিজেই মন্ত্রী, নিজেই খাদক', তোপ সেলিমের
Ration Corruption Case: রেশন দুর্নীতিতে শুধু জ্যোতিপ্রিয় না, জড়িয়ে রয়েছেন আরও অনেকে, এমনটাই অভিযোগ তৃণমূলের
কলকাতা: রেশন কার্ড দুর্নীতির (Ration Card Scam) তদন্তে ইডির হাতে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick Arrest) গ্রেফতার হওয়ার পরেই রাস্তায় নামল সিপিএম (CPIM)। এদিন রেশন দুর্নীতির অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে খাদ্য ভবন অভিযান করে বাম-কংগ্রেস। দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানাও করা হয়েছে।
এদিন সিপিএমের কর্মসূচিতে বক্তব্য রেখেছেন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম (Md. Selim)। তিনি বলেন, 'জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই মন্ত্রী, নিজেই খাদক। খাদককে খাদ্যমন্ত্রী করা হয়েছিল। খাদ্য দফতরের এই দুর্নীতি একা জ্যোতিপ্রিয় করতে পারেন না। রেশন দুর্নীতির টাকা গেছে তৃণমূল নেতাদের পকেটে।' তাঁর আরও অভিযোগ, '৭৫-২৫ এর ভাগের গল্প। পরিকল্পিত ভাবে এই দুর্নীতি হয়েছে।' ভুয়ো রেশন কার্ডও এই দুর্নীতির অঙ্গ বলে অভিযোগ। IAS-অফিসারেরা এই দুর্নীতিতে না থাকলে এক দশক ধরে এই দুর্নীতি হয় না বলে অভিযোগ মহম্মদ সেলিমের।
বাম-কংগ্রেসের এই আন্দোলন নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি। রাজ্য় তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'রাজস্থানে কংগ্রেস নেতাদের বাড়িতে ইডি যাচ্ছে, তখন ইডি খারাপ। আর তৃণমূলের বাড়িতে যখন যাচ্ছে তখন আপনারা নাচছেন। বিজেপির দালাল কংগ্রেস। বামেদের উচিত ফরোয়ার্ড ব্লক অফিস ঘেরাও করা। বাম জমানায় ওই দফতরে ফরোয়ার্ড ব্লকের মন্ত্রী ছিল। তখন সিপিএমের তরফ থেকেই খাদ্য দফতের নানা অভিযোগ আনা হতো। কংগ্রেসও আনতো।'
বেঙ্গালুরু, পাটনা, মুম্বইতে তৃণমূলের সঙ্গে বসে মিটিং করেছিল বাম-কংগ্রেস, সেই প্রসঙ্গ তুলে এইদিনের বিক্ষোভের ঘটনাকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কেমন রয়েছে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য়:
মেডিক্যাল বোর্ডের মতে, এখন ভাল রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে হাসপাতালে রাখার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রীকে কখন হেফাজতে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে ইডি। মেডিক্য়াল বোর্ড জানিয়েছে, জেরার মুখোমুখি হতে শারীরিক ভাবে সক্ষম জ্যোতিপ্রিয়। তার সঙ্গেই মন্ত্রীকে নিয়মিত ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেই ইডি হেফাজত শুরু হবে মন্ত্রীর। আদালতের নির্দেশ অনুযায়ী হাসপাতাল থেকে মুক্তির পরই ইডি হেফাজত শুরু। এর আগে ইডি হেফাজতের নির্দেশের পর আদালতেই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
আরও পড়ুন: 'বাকিরা উপহার নেন না?'...মহুয়া-বিতর্কে TMC সাংসদের পাশে CPIM-এর ইয়েচুরি