Ratna Chatterjee: 'মমতা নিশ্চয়ই নিমন্ত্রণ জানিয়েছেন, তাই শোভন গেছেন, এতে বিতর্ক নেই', বললেন রত্না
Sovon Chatterjee: ভাইফোঁটার দিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ফোঁটা নেন শোভন।
কলকাতা: মমতার কাছে শোভনের ভাইফোঁটা নিয়ে মুখ খুললেন রত্না চট্টোপাধ্যায়। মুখ খুললেন শোভনের রাজনীতিতে ফেরার প্রসঙ্গ নিয়েও।
কী বলেছেন রত্না:
বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেন, 'আগে সক্রিয় রাজনীতি নামুন শোভন, ২০১৮ থেকে তিনি বসেই আছেন।' মমতার বাড়িতে ভাইফোঁটা নিতে যাওয়ার প্রসঙ্গে রত্না বলেন, 'মমতা নিশ্চয়ই নিমন্ত্রণ জানিয়েছেন, তাই শোভন গেছেন, এতে বিতর্ক নেই।'
আগের দিনই ফোঁটা দিয়ে বেরনোর পরে শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় রাজনীতিতে কবে আসবেন? তখন তিনি বলেন, 'স্থান, কাল, পাত্র, ঠিক যখনই ক্লিক করে যাবে, দেখে নেবেন। যখনই ডাকবে, আমরা তো আসিই। কথা হয়, বার্তা হয়। আমার সঙ্গে বহু ক্ষেত্রে বহুভাবেই।' সেই বিষয়েই তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেন, 'নবান্নে গেছেন, বা ফোঁটা নিতে গেছেন বলেই রাজনীতিতে এসে গেছেন, এটা ধরে নেওয়া ঠিক নয়।'
তৃণমূলের ফিরবেন শোভন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভাইফোঁটা নিয়ে নতুন সমীকরণের জল্পনা উস্কে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর তৃণমূলে ঘরওয়াপসির জল্পনাও জোরাল হয়েছে। যদিও, এই জল্পনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না তাঁর শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। আসলে মাঝের এই কয়েকটা বছরে তাঁদের সম্পর্কের সমীকরণও আমূল বদলে গেছে। শোভন চট্টোপাধ্যায় যখন বাড়ি ছেড়েছিলেন, তখন তিনি বিধায়ক। আর রত্না স্রেফ গৃহবধূ। তারপর শোভন একে একে পদ হারিয়েছেন। বন্ধু বৈশাখীকে নিয়ে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নেমেছেন। বৈশাখীর সঙ্গে জুটি বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণও করেছেন। তবে বিধানসভা ভোটের পর থেকে, বিজেপির ধারেকাছে আর দেখা যায়নি শোভন-বৈশাখীকে। অন্যদিকে, একের পর এক ভোটে জিতে, রত্না আজ বিধায়ক এবং কাউন্সিলর। এরপর জুন মাসে শোভন-বৈশাখী আবার পৌঁছে গেছিলেন নবান্নে। আর বৃহস্পতিবার কালীঘাটে ভাইফোঁটা নিয়ে, জোরাল করেন রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা। শোভন-বৈশাখী যতই আকারে ইঙ্গিতে তৃণমূলের সঙ্গে যোগসূত্র তৈরি করুন, রত্নার গলায় এসব নিয়ে শুধুই কটাক্ষের সুর। তিনি বলেন, 'ভাইফোঁটা নতুন কিছু নয়। অনেকদিন আগে থেকেই নেয়। একটা সময় ছিল উত্তেজিত থাকত। মাঝে বিজেপিতে যায়। দূরত্ব তৈরি হয়... শোভন সক্রিয় রাজনীতি থেকে ২০১৮ থেকে চলে গেছে। চার বছর হয়ে গেছে। আগে নামুন, কাজ করুন।'
আগামীদিনে শোভন-বৈশাখী কি তৃণমূলে ফিরতে পারেন? সেক্ষেত্রে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁদের সমীকরণ কী হবে? সেসব নিয়েই এখন সবার কৌতুহল তুঙ্গে।
আরও পড়ুন: ১ নভেম্বর থেকেই রাজ্যে ফের শুরু দুয়ারে সরকার, মিলবে নয়া পরিষেবা