Recuitment Scam Money in Tollywood : চাকরি বিক্রির দুর্নীতির টাকায় টলিউডে শান্তনু-ঘনিষ্ঠ অয়নের বিনিয়োগ ? রুপোলি জগতে পা রেখেছিলেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা
ED : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি থেকে যে টাকা তোলা হয়েছিল, সেটাই সরাসরি ঢালা হয়েছিল টলিউডে সিনেমা তৈরির কাজে।
অতসী মুখোপাধ্যায়, আবির দত্ত ও প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতির টাকা কি সরাসরি টলিউডে শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলের বিনিয়োগ ? জানা যাচ্ছে, ধৃত অয়নের প্রযোজনায় রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন তাঁর ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীও (Sweta Chakraborty) ! প্রসঙ্গত, কুন্তল ঘোষের পর এবার টলিউডে লগ্নি নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীল (Ayan Seal)।
টলিউড সূত্রে খবর, লকডাউনের সময় 'কবাডি কবাডি' নামে সিনেমার প্রযোজক ছিলেন অয়ন ! যে সিনেমায় পরিচালকের দায়িত্ব সামলাচ্ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পাশাপাশি অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), সোহিনী সরকারের (Sohini Sarkar) মতো খ্যাতনামা অভিনেতারাও। যে সিনেমাটিতে অয়নের প্রযোজনায় সিনেমায় অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ঘনিষ্ঠ শ্বেতার! সিনেমার শ্যুটিং শুরু হলেও, কাজ শেষ হয়নি, দাবি অভিনেতা-অভিনেত্রীদের। পাশাপাশি ডাবিংয়ের কাজ বাকি থাকায় তাঁদের পেমেন্টও বাকি বলেই জানিয়েছেন অভিনেতারা।
যার জেরেই প্রশ্ন উঠছে, নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) কালো টাকাই কি রুপোলি দুনিয়ায় (Tollywood) লগ্নি করে সাদা করার ছক ? শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে জেরা করে জানতে চায় ইডি। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি থেকে যে টাকা তোলা হয়েছিল, সেটাই সরাসরি ঢালা হয়েছিল টলিউডে সিনেমা তৈরির কাজে। আর যে তথ্য সামনে আসতেই কার্যত তোলপাড় পড়ে গিয়েছে।
জানা যাচ্ছে, কবাডি কবাডি সিনেমাটিতে সোহিনী সরকারের চরিত্রের বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলেন শ্বেতা চক্রবর্তী। পোস্টার লঞ্চের অনুষ্ঠানের পাশাপাশি মাঝে শুটিংয়েও কয়েকদিন হাজির হয়েছিলেন অয়ন শীল। পাশাপাশি সিনেমার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীলের মতো পরিচালককেও। পোস্টার লঞ্চে শ্বেতা চক্রবর্তীর সঙ্গেও দেখা গিয়েছিল অনেককে। যে প্রসঙ্গে পরিচালক হরনাথ চক্রবর্তী বলেছেন, রাজ্য যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে তো এর পর থেকে কোনও অনুষ্ঠানে যেতে হলেও ভাবতে হবে। কেউ ছবি তুলতে চাইলেও ভাবতে হবে। কৌশিক অত্যন্ত কাছে মানুষ। ওঁর ডাকে গিয়েছিলাম। কিন্তু নিয়োগ দুর্নীতির টাকা যে এভাবে জড়িয়ে কে জানত। এর মাঝেই টলিউডে তৈরি হয়েছে আশঙ্কার চোরা স্রোত। কোন প্রযোজক কোথা থেকে টাকা আনছেন, তা কীভাবে জানা সম্ভব, তা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
আরও পড়ুন- নাম বিভ্রাট, অয়ন ঘনিষ্ঠের বদলে ভাইরাল তাঁর ছবি, কী বলছেন গড়িয়ার শ্বেতা ?