Recruitment Scam: খোঁজ মিলল গোপালের, নিজেই ইডি দফতরে ফোন অভিযুক্তর!
SSC Scam: ফোন করে নিজের বয়ান রেকর্ড করাতে চান বলে জানান গোপাল দলপতি।

প্রকাশ সিনহা, কলকাতা: অবশেষে খোঁজ মিলল গোপাল দলপতির। ইডি দফতরে নিজেই ফোন করলেন গোপাল দলপতি। দুপুর নাগাদ আগে নিজেই ফোন করেন ইডি দফতরে। ফোন করে নিজের বয়ান রেকর্ড করাতে চান বলে জানান গোপাল দলপতি। এমনকী তিনি নাকি এটাও জানান যে তিনি কলকাতাতেই আছেন।
গোপালের দাবি:
কুন্তল ঘোষের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন গোপাল দলপতি। তাঁকে আগামীকাল ইডি-র দফতরে আসতে বলা হয়েছে। সকাল সাড়ে দশটায় ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ইডি সূত্রে। বয়ান রেকর্ডের পাশাপাশি কুন্তলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও রয়েছে বলে সূত্রের খবর।
বেপাত্তা ছিলেন গোপাল:
নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) যার দিকে বিপুল দুর্নীতির নিশানা সেই গোপাল দলপতিই (Gopal Dalapati) রহস্যজনক ভাবে উধাও হওয়ার খবর মিলেছিল। তিহাড় জেলে (Tihar Jail) গিয়ে জেরার প্রস্তুতির মধ্যেই ধাক্কা খেয়েছিল ইডি। ইডি (ED) সূত্রে খবর ছিল, দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে জানানো হয়েছে, প্রায় এক বছর আগেই জামিনে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকেই তিনি বেপাত্তা ! রহস্যের জট খুলতে যার ভরসায় এগোচ্ছিলেন গোয়েন্দারা, তাঁর অন্তর্ধানে কোন পথে এগোবে তদন্ত? এই প্রশ্নই ভাবাচ্ছিল তদন্তকারীদের। তার মধ্যেই নিজেই খোঁজ দিলেন গোপাল।
কুন্তল ঘোষের বাড়ি থেকে এবার ওএমআর শিট বাজেয়াপ্ত করল ইডি। তার মধ্যে ৩০টি ওএমআর শিট ২০২২ সালের। বেশ কিছু পুরনো ওএমআর শিটও বাজেয়াপ্ত করেছে ইডি। 'আরটিআই-এর মাধ্যমে পেয়েছেন ওএমআর শিট', জেরার মুখে দাবি করেন কুন্তল ঘোষ। কেন আরটিআই করেছিলেন, তার কোনও জবাব দেননি কুন্তল। আরটিআই করার কোনও প্রমাণও দেখাতে পারেননি কুন্তল, খবর সূত্রের।
কুন্তল ঘোষের বাড়িতে টেটের ওএমআর শিট মেলায় বিস্মিত বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী করে কুন্তলের কাছে গেল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড?' প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'কুন্তলের বাড়ি থেকে পাওযা গিয়েছে ১৮৯টি ওএমআর শিট', আদালতে জানালেন পর্ষদের আইনজীবী। 'কারা বসে রয়েছে পর্ষদে ? কি করে হয় দুর্নীতি? কেউ নিজে কিছু করবে না , আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে, কাউকে রেয়াত করা হবে না, অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা বরদাস্ত নয়', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
আরও পড়ুন: 'চুরি করে মজা লাগল', গৃহকর্তাকে সর্বস্বান্ত করে হোয়াটসঅ্যাপ মেসেজে চোরের চ্যালেঞ্জ!






















