Jawhar Sircar On SSC : সুবোধ মল্লিক স্কোয়ারে চাকরিহারাদের মঞ্চে জহর সরকার, 'এই আন্দোলন থেকে কেবল ফায়দা তোলার চেষ্টায় বিভিন্ন রাজনৈতিক দল..' !
Jawhar Sircar Visit SSC Manch: চাকরিহারা শিক্ষকদের একাংশর আজ বিধানসভা অভিযানের ডাক, সুবোধ মল্লিক স্কোয়ারে চাকরিহারাদের মঞ্চে গেলেন জহর সরকার, কী প্রতিক্রিয়া ?

কলকাতা: চাকরিহারা শিক্ষকদের একাংশর আজ বিধানসভা অভিযানের ডাক। আজ ফের বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দেবেন চাকরিহারাদের অপর প্রতিনিধিদল।সল্টলেকের সেন্ট্রাল পার্কে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অনশন চতুর্থ দিনে পড়ল। প্রবল গরমে অনশন মঞ্চে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ। অসুস্থদের মধ্যে ৩ জন RG কর মেডিক্যালে এবং একজন NRS হাসপাতালে ভর্তি রয়েছেন আজ থেকে রিলে অনশনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের। সুবোধ মল্লিক স্কোয়ারে চাকরিহারাদের মঞ্চে গেলেন জহর সরকার। বললেন, 'এই আন্দোলন থেকে কেবলমাত্র রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল।'
এদিন পদত্যাগী সাংসদ জহর সরকার বলেন, এই এতদিন ধরে আন্দোলন চলছে, কিন্তু বৃহৎ রাজনৈতিক দল কিন্তু ওদের হয়ে, এই প্রশ্নটি উথ্থাপন করছে না। কিছু রাজনৈতিক দল চেষ্টা করছে, এর থেকে একটা রাজনৈতিক ফায়দা নিতে। যখন তাঁরা উচ্চারণ করেছে এদের নাম, তখন তাঁরা রাজনীতির দিকটা দেখে। তাঁদের রাজনৈতিক লাভ কী হবে, সেই দেখেই এই সব প্রশ্ন তুলেছে।আমার মনে হয় না, শিক্ষকেরা মনে প্রাণে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়াতে চায়।এটা সম্পূর্ণ বিবেকের উপর নির্ভর করছে। ..আমি বুঝি না, যেখানে ২০১৬ সালে, ২২ লক্ষ প্রার্থীকে নিয়ে, ২০২৬ অবধি এত বড় খেলা চলছে। এত কোটি টাকার ঘুষ খাওয়া হয়েছে। সেখানে আজকে ২৬-এ পরীক্ষা দিয়ে, ৩৬ অবধি কি এই খেলা খেলবে ? '
সোমবার শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ফর্ম ফিলাপ। এ দিনই বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দলের একাংশ। এর পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে চিঠিও দিতে চলেছেন তাঁরা। এদিকে পরীক্ষা বাতিল, স্বচ্ছ OMR তালিকা প্রকাশ সহ একাধিক দাবিতে সল্টলেক সেন্ট্রাল পার্কের সামনে চাকরিহারা শিক্ষকদের একাংশ চালিয়ে যাচ্ছেন অনশন কর্মসূচি। এক চাকরিহারা শিক্ষক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখী দাঁড় করানোর জন্য, আজকে জরুরি অধিবেশন ডেকে, এই SSC মামলার সমস্যার সমাধান করতে হবে। যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। বেআইনি নোটিস যেটা করেছে, সেই বেআইনি নোটিস প্রত্যাহার করতে হবে। ২২ লক্ষ মিরর ইমেজের কপি প্রত্যাহার করতে হবে।






















