Mamata On Khidirpur Fire: খিদিরপুর বাজারে ভস্মীভূত হাজারেরও বেশি দোকান ! ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, 'ক্ষতিগ্রস্তদের দোকান বানিয়ে দেবে সরকার..'
Mamata On Khidirpur Fire Incident : খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই প্রায় তেরোশো দোকান, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, কী বার্তা ?

কলকাতা: খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনে (Khidirpur Fire Incident) ভস্মীভূত হয়ে গেছে প্রায় তেরোশো দোকান, বলে দাবি স্থানীয়দের। এদিন ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। সরকার নতুন বিল্ডিং করে দেবে। নতুন মার্কেট করে দেবে বিনা পয়সায়। তোমাদের পয়সা লাগবে না। দুই হচ্ছে যতক্ষণ নতুনটা না হচ্ছে, আমরা অস্থায়ী মার্কেট তৈরি করে দেব।' যাদের দোকান পুরোপুরি পুড়ে গিয়েছে, তাঁদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
অভিযোগ, দেরিতে এসেছে দমকল-পুলিশ , ১০০ ডায়ালে ফোন করেও মেলেনি সাড়া
খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন। গতকাল রাত ১টার পর আগুন লাগে। প্রায় তেরোশো দোকান ভস্মীভূত হয়ে গেছে বলে স্থানীয়দের দাবি। মাখন পট্টি থেকে আগুন ছড়ায়। বাজারের মধ্যে মশলা পট্টি, ফল পট্টি, সবজির দোকান, তেলের গুদামও পুড়ে ছাই। সকালেও অরফ্যানগঞ্জ বাজারের বেশ কিছু দোকানে পকেট ফায়ার ছিল। দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। স্থানীয়দের দাবি, খবর দেওয়ার দেড়ঘণ্টা পরে এসেছে দমকল। ১০০ ডায়ালে ফোন করেও সাড়া মেলেনি। এরপর ওয়াটগঞ্জ থানায় জানানো হলে একঘণ্টা পর পুলিশ পৌঁছয়। এরও বেশ কিছুক্ষণ পর দমকলের ইঞ্জিন আসে। দমকল এলেও পাম্পে তেল না থাকায় প্রথমে কাজ করতে পারেনি ইঞ্জিন। এরপর হোসপাইপ দিয়ে গঙ্গা থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
মুখ্যমন্ত্রী চলে যেতেই বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ীদের
অপরদিকে, ক্ষতিপূরণ ঘোষণার পরেও, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রী চলে যেতেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অভিযোগ, উনি বলছেন ১ লাখ টাকা করে দেওয়া হবে। যেই দোকান পুরো জ্বলে গিয়েছে। আর যেটা অর্ধেক জ্বলে গিয়েছে, ৫০ হাজার টাকা দেওয়া হবে। এখানে উনি একটা জায়গা ঠিক করে রেখেছেন, সেটা উনি বললেন না। তো আগে থেকে জায়গাটা ঠিক কীকরে হয়ে গেল ? সাহায্য করবেন। করে ছেড়ে দেবেন। বলবেন যে, অন্য জায়গায় চলে যেতে আমরা চলে যাব ? আমাদের জায়গা আমরা ছাড়ব না। পয়সা দিচ্ছে নাকি ভিক্ষা দিচ্ছেন ? কোন দাবি রাখার সুযোগই পাইনি', বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ীদের।






















