Cyclone Remal Effect: রেমালের প্রভাবে জলমগ্ন সবজির ক্ষেত, শঙ্কায় নন্দীগ্রামের কৃষকরা
East Midnapore: উপকূল এলাকায় ধ্বংসলীলা চালিয়ে এখন শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। কিন্তু রয়ে গিয়েছে তার ক্ষত।
![Cyclone Remal Effect: রেমালের প্রভাবে জলমগ্ন সবজির ক্ষেত, শঙ্কায় নন্দীগ্রামের কৃষকরা Remal Cyclone Effect East Midnapore Nandigram Vegetable Field Water Log Cyclone Remal Effect: রেমালের প্রভাবে জলমগ্ন সবজির ক্ষেত, শঙ্কায় নন্দীগ্রামের কৃষকরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/28/46d193ae1b1ee504bb0bf2e59c377392171689797754451_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: রেমাল-রোষে দগদগে ক্ষত বাংলায় (Remal Cyclone Effect)। কোথাও ভেঙেছে কাঁচা বাড়ি, কোথাও নদী-বাঁধে ফাটল, কোথাও ঢুকছে নদীর জল। রেমাল দক্ষিণবঙ্গে আর আতঙ্কের কারণ না হলেও থেকে গিয়েছে আশঙ্কা। রেমালের প্রভাবে এবার মাথায় হাত নন্দীগ্রামের একাংশের কৃষকের। রেমালের দাপটে নন্দীগ্রামের একাধিক সবজির ক্ষেত জলমগ্ন।
শঙ্কায় নন্দীগ্রামের কৃষকরা: নন্দীগ্রাম ১ ও ২ নং ব্লকের নদী তীরবর্তী এলাকার সোনাচূড়া, গাংরা, জেলেমারা, ভেকুটিয়া, বয়াল বিভিন্ন এলাকায় সবজি চাষের সঙ্গে যুক্ত এলাকার অধিকাংশ বাসিন্দারা। নন্দীগ্রাম বাজার ছাড়াও হলদিয়া, দুর্গাচক, চন্ডিপুর প্রভৃতি এলাকায় সবজি সরবরাহ করেন তাঁরা। কিন্তু রেমালের প্রভাবে কুমড়ো, ঢেঁড়স, বেগুন সহ বিভিন্ন শাক যেমন নটে, কলমি, পুঁই প্রভৃতি কার্যত জলের তলায়। ফলে পচে নষ্ট হয়ে যাওয়ার আগে তড়িঘড়ি করে সেই সবজি তুলে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। ফলে বিপুল ক্ষতির মুখ দেখবেন আশঙ্কায় রয়েছেন তাঁরা। সরকারি সাহায্যের আশ্বাস বিডিওর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Narendra Modi: তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ, মোদির নিশানায় কংগ্রেসও
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)