Republic Day 2025: ঝুঁকি নিতে প্রস্তুত নয় ভারত, প্রজাতন্ত্র দিবসে জোর নাকা চেকিং BSF-র, সীমান্তে লম্বা লাইন বাংলাদেশি ট্রাকের
Republic Day 2025 BSF Strict Vigilance: দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস, কড়া নজরদারি সীমান্তে, প্রতিটা চেক পয়েন্টে চলছে বিএসএফ -এর নাকা চেকিং

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাংলাদেশে হিন্দু বিদ্বেষ অব্যহত। এদিকে বাংলার বুকে অনুপ্রবেশকারীর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। একের পর এক বাংলাদেশি নাগরিক ধরা পড়ছে সীমান্তরক্ষী বাহিনীর হাতে। কিছুদিন আগে রাজ্য-সহ সারাদেশে জঙ্গিদের কার্যকলাপেও চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। গ্রেফতারির পর প্রকাশ্যে এসেছে বিতর্কিত খবর। বলাইবাহুল্য এরপর আর ঝুঁকি নিতে প্রস্তুত নয় ভারত। আজ প্রজাতন্ত্র দিবসের সকাল থেকে আন্তর্জাতিক বর্ডার ঘোজাডাঙ্গা সহ প্রতিটা চেক পয়েন্টে চলছে বিএসএফ -এর নাকা চেকিং।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আমদানি ও রফতানির ব্যবসা বন্ধ রাখা হয়েছে। পথ চলতি প্রত্যেক মানুষের চেকিং চলছে। কড়া নিরাপত্তা ঘোজাডাঙ্গা সীমান্তে। বর্ডার এক প্রকার সিল করে রাখা হয়েছে। সাম্প্রতি বাংলাদেশের অস্থির পরিস্থিতির কোনও প্রভাব আমাদের দেশে না পড়ে, তার জন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আমদানি রফতানি বন্ধের কারণে দাঁড়িয়ে পড়েছে প্রচুর বাংলাদেশি ট্রাক।
অনুপ্রবেশের জন্য় কে দায়ী? মোদি সরকার? না মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার? তা নিয়ে তৃণমূল-বিজেপির দায় ঠেলাঠেলি চলছেই। সম্প্রতি এনিয়ে ফের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কোর্টে বল ঠেলেছিলেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফর অনেক ভিতরকার কাজ। এতে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে।'
আরও পড়ুন, আকাশপথে পুষ্পবৃষ্টি বায়ুসেনার MI-17 কপ্টারের, দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনও জঙ্গি ধরা পড়ত না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। বাংলাকে অশান্ত করার জন্য।' আর এবার অনুপ্রবেশের জন্য় কে দায়ী মোদি সরকার, না মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার, তা নিয়ে বিজেপি-তৃণমূলের লড়াইয়ের মধ্য়েই নতুন তত্ত্ব শোনা গেল কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন,'চার্জে কে? নর্থ-ইস্টের মন্ত্রী কে? সুকান্ত। সুকান্ত মজুমদার। তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে। মেঘালয়ের থেকে দিয়ে দিয়ে বর্ডারের থেকে দিয়ে BSF-কে দিয়ে ছাড়িয়ে উনি করাচ্ছেন এগুলো।সমস্ত জঙ্গিদের। জঙ্গি আনছে ওরা।জিতলই তো অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য। ও জিতলই তো তাই।'






















