RG Kar Protest : সঞ্জয় রায় এখন সিবিআইয়ের হাতে, ঠিক কোন কোন তথ্যে তীক্ষ্ণ নজর গোয়েন্দাদের?
RG Kar Protest কার কার সঙ্গে তাঁর দেখা হয়েছিল? ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার ফোনে কার কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন নিহত মহিলা চিকিৎসক?
পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, কলকাতা : হাইকোর্টের নির্দেশের পরই আর জি কর-কাণ্ডে তৎপর CBI। দিল্লি থেকে এল বিশেষ দল। CBI-এর এই দলে রয়েছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ। আর তারপর থেকেই প্রবলভাবে তৎপর হয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
কীভাবে এগোচ্ছে তদন্ত
সিবিআই সূত্রে খবর, মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার তদন্তে ২৩ থেকে ২৫ জনের একটি দল গঠন করেছে সিবিআই। সেই দলকে তিনভাগে ভাগ করে একটি দলকে ধৃত সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার আবেদন জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় দলটি মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে যাবে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। খতিয়ে দেখবে ঘটনাস্থল অর্থাৎ এমারজেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার হল।
আর তৃতীয় দলের ভূমিকা হবে নিহত চিকিৎসকের মোবাইল ফোনের কল রেকর্ড ও বাকি তথ্য খতিয়ে দেখে সেই অনুযায়ী সাক্ষীদের তালিকা তৈরি করা।
কী কী প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা
আপাতত সিবিআই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে। যেমন , মৃত্যুর ৩-৪ ঘণ্টা আগে কোথায় কোথায় গিয়েছিলেন মহিলা চিকিৎসক? এই সময়ের মধ্যে কার কার সঙ্গে তাঁর দেখা হয়েছিল? ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার ফোনে কার কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন নিহত মহিলা চিকিৎসক? কার সঙ্গে শেষবার কথা হয়েছিল?
এই প্রশ্নগুলির উত্তর পেতে গোয়েন্দাদের ভরসা,সাক্ষীর বয়ান, সঞ্জয়ের বয়ান, নির্যাতিতার ফোনের কল বা চ্যাট হিস্ট্রি। মঙ্গলবার আদালতের নির্দেশে সিবিআই তদন্তের দায়িত্ব পায়। তারপর বুধেই দিল্লি থেকে কলকাতায় আসে CBI-এর ৭ সদস্যের দল। কলকাতা পুলিশের তরফে তাদের হাতে তুলে দেওয়া হয় মামলা সংক্রান্ত যাবতীয় নথি, হাসপাতালের CC ক্যামেরার ফুটেজ, ঘটনা স্থল থেকে পাওয়া ব্লু-টুথ হেডফোনের তার-সহ সিজার লিস্টের জিনিসপত্র। লালবাজার সূত্রে খবর, মঙ্গলবারই কেস ডায়েরি-সহ মামলার নথি CBI-এর হাতে তুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে CBI-এর পর এবার রাজ্যে এসেছে চিকিৎসকদের সংগঠন IMA-র কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান দেশে চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠনের প্রতিনিধিরা। এর পাশাপাশি, বুধবার নিহত মহিলা চিকিৎসকের সোদপুরের বাড়িতে যাবেন IMA-র সর্বভারতীয় সভাপতি R V অশোকান ও সাধারণ সম্পাদক অনিল নায়েক। এরপর RG কর মেডিক্যালে গিয়ে আন্দোলনকারী। পড়ুয়া-চিকিৎসকদের সঙ্গে কথা বলবে IMA-র কেন্দ্রীয় নেতৃত্ব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।