RG Kar Case: মীনাক্ষীর নেতৃত্বে স্বাস্থ্য দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, 'প্ররোচনা দিয়ে মারধর..'
Minakshi On RG Kar Case: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কী বললেন মীনাক্ষী মুখোপাধ্যায় ?
হাওড়া: মীনাক্ষীর নেতৃত্বে হাওড়ায় স্বাস্থ্য দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের অভিযান। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। কড়া প্রতিক্রিয়া দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, আমরা পুলিশের কাছে আবেদন করছি, ছাত্র যুব মহিলাদের একটি টিম, ডেপুটেশন দিতে যাবে। আপনারা ব্যবস্থা করুন। ফিরে এসে যা বলার, কমরেড এখানে এসে বলবে।' এরপর তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, 'আপনারা ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দিয়ে লাঠি উচিয়ে ধরে মারধর শুরু করলেন।'
আরজিকর কান্ড এবং জেলা হাসপাতালে কিশোরী যৌন নির্যাতনের প্রতিবাদে ডি ওয়াই এফ আই কর্মীদের স্বাস্থ্য দপ্তর ঘেরাও। আজ বিকালে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাম কর্মীরা মিছিল করে হাওড়া ময়দানে স্বাস্থ্য দপ্তরের অফিস ঘেরাও করে। আগে থেকেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। পুলিশ রাফ কমব্যাট ফোর্সের পাশাপাশি রোবোকপ নামানো হয়। ময়দান চত্বরে বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের নেতৃত্বে SFI-DYFI-এর মিছিল দেখেছিল গোটা রাজ্য। সেদিন বৃষ্টি মাথায় নিয়েই লালবাজার অভিযান করেছিলেন মীনাক্ষীরা। মীনাক্ষী মুখোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন, এই যে অপরাধীদের বাঁচানোর যে ড্রামাবাজি, সেটা রাজ্যের মানুষ সহ্য করবে না। 'লালবাজার যেতে ভয় পাচ্ছেন ?' সাংবাদিকের এই প্রশ্নে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন,আপনার দেখে মনে হচ্ছে এরা ভয় পেয়ে বাড়ি ছেড়ে এসেছে সকালবেলা ? বামপন্থীদের গ্রেফতার করতে পুলিশের কোনও কারণ লাগে নাকি ?'
আরও পড়ুন, আগামী রবিবার ফের রাত দখলের ডাক, পরদিনই RG কর কাণ্ডে 'সুপ্রিম' শুনানি..
তিনি সেদিন আরও বলেছিলেন,' ১৩ বছর ধরে বামপন্থীরা পুলিশের গ্রেফতার , পুলিশের মার, পুলিশের মিথ্যে মামলা, আর ওদের ছাতার তলায় যে তৃণমূল বিজেপিরা থাকে, তাঁদের হাতে খুন হয়েছে, ঘরছাড়া হয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে। বামপন্থীরা ভয় পায় না। ভয় পেলে বামপন্থীরা নিজেদের বুক দিয়ে, ছাত্র যুব মহিলারা মৃতদেহকে আটকে দিত না। যদি ছাত্র যুব মহিলারা ভয় পেত, সেমিনার হল ভাঙার প্রথমদিন আমরা আটকে দিতাম না। যদি এটা আমাদের অপরাধ হয়েছে, এই অপরাধ আমরা বারে বারে করব।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।