RG Kar Case: বিরূপাক্ষের সদস্যপদ ফেরানোর সিদ্ধান্ত স্থগিত ! RG কর কাণ্ডে বিতর্কিত চিকিৎসককে নিয়ে কোন পথে IMA ?
IMA On Birupaksha On RG Kar Case: বিরূপাক্ষর সদস্যপদ ফেরানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল IMA হে়ড কোয়ার্টার্স
কলকাতা: আর জি কর কাণ্ডে বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের সদস্যপদ ফেরানোর সিদ্ধান্ত স্থগিত। বিরূপাক্ষর সদস্যপদ ফেরানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল IMA হে়ড কোয়ার্টার্স। IMA কলকাতা শাখার সভাপতির আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত। ফের শুনানির পর সদস্যপদ ফেরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IMA হে়ড কোয়ার্টার্স।
আর জি করকাণ্ডে নাম জড়ানোয় মেডিক্যাল কাউন্সিল থেকে সরানো হয়েছিল অভীক-বিরূপাক্ষকে
আর জি করকাণ্ডে নাম জড়ানোয় মেডিক্যাল কাউন্সিল থেকে সরানো হয়েছিল অভীক-বিরূপাক্ষকে।আরজি কর কাণ্ডে তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছিল ভুরিভুরি অভিযোগ।দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলে অভিযোগ। রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো, পরীক্ষায় নম্বর কারচুপির চেষ্টার অভিযোগ উঠেছিল। মিথ্যা তথ্য দিয়ে 'কোটা' ব্যবহার করে পিজিটি-র সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। মেডিক্যাল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জোর করে টাকা তোলার অভিযোগও প্রকাশ্যে এসেছিল। এরপরেই রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে ২ জনকে সরিয়ে দেওয়া হয়।
থ্রেট কালচারে অভিযুক্ত অভীকের বিরুদ্ধে জমা পড়েছিল ৩২টি অভিযোগ!
আরজিকর কাণ্ডের পর বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল অভীকের নাম।প্রবল চাপের মুখে অবশেষে অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভীক দে। মেডিক্যাল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ। থ্রেট কালচারে অভিযুক্ত অভীকের বিরুদ্ধে জমা পড়েছিল ৩২টি অভিযোগ! অভিযোগ উঠেছিল, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসেবে এসএসকেএম-এ জয়েনিং এর সময়েও তিনি নিয়ম মানেননি বলে অভিযোগ উঠেছিল। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কাজ করার জন্যই বিশেষ কোটায় তাঁর নিয়োগ । এদিকে গ্রাম বাংলায় কোনওদিনই কাজ করেননি অভীক বলে উঠে এসেছিল অভিযোগ। কাজ না করেই বিশেষ কোটায় এসএসকেএম-এ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন, 'হস্তক্ষেপ করুন রাজ্যপাল..', বাংলাদেশ ইস্যুতে রাজভবনে কুণাল ঘোষ
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।