RG Kar Case : হাড়ভাঙা পরিশ্রমেই ফুরোয় দিন, RG কর কাণ্ডে নিত্যযাত্রীদের প্রতিবাদ এবার চলন্ত ট্রেনে
RG Kar Protest in Running Train: আর জি-কর কাণ্ডের প্রতিবাদ এবার রানাঘাট লোকালে, চলন্ত ট্রেনেই নিত্য যাত্রীদের একটাই স্বর 'জাস্টিস ফর আরজিকর'
সুজিত মণ্ডল, নদিয়া: চলন্ত ট্রেনে নিত্যযাত্রীদের আরজিকর কাণ্ডের প্রতিবাদ। নিত্য ট্রেন যাত্রীদের একটাই স্বর 'জাস্টিস ফর আরজিকর', এবারে অভিনব প্রতিবাদ আরজিকর কাণ্ডে। চলন্ত ট্রেনে জাতীয় পতাকা, ফেস্টুন, নিয়ে তিলোত্তমার প্রতীকি ছবি এঁকে জাস্টিস চেয়ে প্রতিবাদ।
সকাল সাড়ে সাতটার ডাউন রাণাঘাট লোকালে ভিড়ে ঠাসা ট্রেনে রাণাঘাট থেকে শিয়ালদা অভিমুখে যাত্রা করেন। কারও পেশা ব্যবসা, কারও বা চাকরি, সকাল থেকে সন্ধ্যা হাড়ভাঙা পরিশ্রম করে তাতে বাড়ি ফিরে এসে আর প্রতিবাদ সম্ভব হয় না। তাই এই ধরণের উদ্যোগকেই বেছে নিয়েছেন তাঁরা। নিত্য ট্রেন যাত্রীরা জানান, প্রতিবাদ জানাতে তারা রাণাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেনের মধ্যে দাঁড়িয়ে সফরের মধ্য দিয়ে প্রতিবাদ জানাবেন।
আর জি কর হাসপাতালের ঘটনায় একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসনের ভূমিকা। দিকে-দিকে চলছে প্রতিবাদ। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পুলিশি সমন নিয়ে আরও জোরাল হল প্রতিবাদ। মুখ খুললেন, শহরের বিশিষ্ট চিকিৎসকরা। অন্য়দিকে, আর জি কর হাসপাতালে গিয়ে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিলেন, কলেজের প্রাক্তনী, অশীতিপর চিকিৎসকরা। আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। সোশাল মিডিয়ায় সরব বিভিন্ন পেশার মানুষ।
অপরদিকে, ভেস্তে গিয়েছে নবান্নের বৈঠক। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না সরকার। ২ ঘণ্টার বেশি ঠায় বসে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরলেন আন্দোলনকারীরা।স্বচ্ছতার স্বার্থেই চাওয়া হয় লাইভ স্ট্রিমিং, দাবি জুনিয়র চিকিৎসকদের। সরকার-আন্দোলনকারী চরমে স্নায়ুযুদ্ধ। নেপথ্যে রাজনীতি দেখছেন মুখ্যমন্ত্রী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন। হুঙ্কার জুনিয়র চিকিৎসকদের। অনেক অসম্মান করা হয়েছে। মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। বৈঠক ভেস্তে যাওয়ার পর বললেন মুখ্যমন্ত্রী। কাজে যোগ না দিয়ে আন্দোলনে কারা? সব মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের কাছে জুনিয়র ডাক্তারদের নামের তালিকা চাইল স্বাস্থ্য ভবন। চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ। জুনিয়রদের পাশে থেকে সরকারকে হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি কল্যাণের।
আরও পড়ুন, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ইমেল, RG কর-কাণ্ডে এবার দিল্লি দরবারে আন্দোলনকারীরা
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।