Mithun On RG Kar Case: ভয় কেটে গিয়েছে, জেগে উঠেছে বাংলা, বিচার পেতেই হবে : মিঠুন চক্রবর্তী
Mithun Chakraborty On RG Kar Case: সিমলা স্ট্রিটে বিবেক জাগরণ যাত্রায় অংশ নিয়ে কী মন্তব্য মিঠুন চক্রবর্তীর ?
কলকাতা: জেগে উঠেছে বাংলা, বিচার পেতেই হবে। সিমলা স্ট্রিটে বিবেক জাগরণ যাত্রায় অংশ নিয়ে মন্তব্য মিঠুন চক্রবর্তীর।এদিন মিঠুন চক্রবর্তী বলেন, এই প্রতিবাদ যেনও বন্ধ না হয়। এটাই আমাদের বাংলা। আমাদের বাংলা প্রতিবাদী বাংলা। আমাদের বাংলা অন্যায়ের বিরুদ্ধে লড়ার বাংলা। এত দিন সব মুখ বুজে বসে ভয়ে বসে ছিল। সেই ভয় কেটে গিয়েছে।.. সবাই চায় জাস্টিস। জাস্টিস যতক্ষণ না পাবে, এই প্রতিবাদ চলবে। এই আওয়াজ চলবে। আমরা এর বিরুদ্ধে লড়ব।'
প্রসঙ্গত, সোমবার ছিল আরজি কর মামলার সুপ্রিম কোর্টে শুনানি।বিকেল ৫টার মধ্যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, গতকাল জানান প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, 'সকাল বিকাল ৫ টার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য। যদি এর পরেও তাঁরা কাজে যোগ না দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা থেকে যায়। জুনিয়র চিকিৎসকদের অবশ্যই কাজে ফেরত যেতে হবে। অন্যরা কাজ করছে বলে আমি কাজ করব না এটা যুক্তি হতে পারে না', মন্তব্য প্রধান বিচারপতির। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা।
ধর্ষণ-খুনের পর তাড়াহুড়ো করে দাহ করে ফেলা হয় আর জি কর মেডিক্যালের চিকিৎসকের দেহ। সম্প্রতিসোশাল মিডিয়ায় এই অভিযোগে সরব হন শুভেন্দু অধিকারী। পোস্টে বিরোধী দলনেতা লেখেন, শ্মশানে গোটা অপারেশনটি হয়েছে পুলিশের তত্ত্বাবধানে। অতি দ্রুততার সঙ্গে দেহ পুড়িয়ে ফেলা হয়।মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। চিকিৎসকের দেহ দাহ করা হয় ব্যারাকপুর কমিশনারেট এলাকায়। অথচ আশ্চর্যজনক ভাবে গোটা বিষয়টির তত্ত্বাবধানে ছিলেন DC নর্থ অভিষেক গুপ্ত।তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের দুই I পুরো অপারেশনটি নজরে রেখেছিলেন রাজ্য পুলিশের DG. এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হোক। তাহলেই হয়তো ধামাচাপা দেওয়ার কারণ প্রকাশ্যে আসবে। সোশাল মিডিয়ায় পোস্ট করে CBI-এর কাছে আবেদন জানান শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, যারা এই আন্দোলনে রাজনীতি দেখছেন, তারাই আসলে রাজনীতি করছেন ; বার্তা জুনিয়র চিকিৎসকদের
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।