RG Kar Case Supreme Court Hearing : ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কেউ ? শীর্ষ আদালতে কী জানাল CBI ?
গত ৭অক্টোবর, আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের মামলায় প্রথম চার্জশিট দেয় সিবিআই। সেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের।
বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি : CBI-এর স্টেটাস রিপোর্টে যেটা উঠে এসেছে, সেটা ভয়ঙ্কর এবং সত্যিই বিচলিত হওয়ার মতো - আগের শুনানিতে সিবিআই এর রিপোর্টে দেখে এমনটাই বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবারও সুপ্রিম কোর্টে সিবিআই কী জানায়, তার দিকেই ছিল নজর।
এদিনই পঞ্চম স্টেটাস রিপোর্ট জমা দিলেন সলিসিটর জেনারেল। তা দেখে প্রধান বিচারপতি মন্তব্য করেন, 'আর্থিক দুর্নীতি মামলায় বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে সিবিআই' । সিবিআই-এর আধিকারিকরা নিহত চিকিৎসকের অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান সলিসিটর জেনারেল। ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কেউ যুক্ত কিনা সে বিষয়ে তদন্ত করছে সিবিআই , উল্লেখ করা হয়েছে স্টেটাস রিপোর্টে। সিবিআই আরও কিছু জায়গা থেকে তথ্য পেয়েছে সেগুলিও বিবেচনা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
গত ৭অক্টোবর, আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের মামলায় প্রথম চার্জশিট দেয় সিবিআই। সেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের। চার্জশিটে CBI-এর দাবি ছিল, ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, ফরেন্সিক পরীক্ষায় তার সঙ্গে সঞ্জয় রায়ের লালারস ও সিমেনের নমুনা মিলে গিয়েছে। ক্রাইমসিনে যে ছোট ছোট চুল পাওয়া গিয়েছিল, তার ধরন সঞ্জয় রায়ের চুলের মতো। অপরাধের দিন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার যে হাসপাতালে ছিল, তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশনে তার প্রমাণ মিলেছে। ১০ অগাস্ট গ্রেফতারের পর সঞ্জয়ের শরীরে যে ৫টি ক্ষতচিহ্ন দেখা গিয়েছিল তা নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছিল। চার্জশিটে CBI-এর আরও দাবি ছিল, ধৃতের মেডিক্যাল পরীক্ষার ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে সেই ক্ষত তৈরি হয়েছিল। অর্থাৎ, ৮ থেকে ৯ অগাস্টের মধ্যেই সঞ্জয়ের শরীরে ক্ষত তৈরি হয়েছিল। ময়নাতদন্তে মৃতার দেহ থেকে ধৃতের DNA মিলেছে। সঞ্জয় রায়ের পোশাকে নির্যাতিতার রক্তের দাগ মিলেছে বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। চার্জশিটে CBI জানিয়েছিল, ঘটনার দিন সঞ্জয় রায় যে সেমিনার রুমের দিকে গিয়েছিল, হাসপাতালের সিসিটিভি ফুটেজেই তা রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের দেওয়া রিপোর্টে সেই চার্জশিটের কথা উল্লেখ রয়েছে। এমনকি, চার্জশিটের কপিও জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে।
আরও পড়ুন:
আজ কলকাতায় জোড়া কার্নিভাল, ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।