Health Department: মুখ্যমন্ত্রীর নির্দেশে ৪২ জন চিকিৎসকের বদলি স্থগিত, বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নর
Doctors Transfer Cancelled: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই বদলি, তাই স্থগিতের নির্দেশ, এমনটাই জানান হয় নবান্ন সূত্রে।
কলকাতা: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নির্দেশে ৪২ জন চিকিৎসকের বদলি স্থগিত। ৪৩জন চিকিৎসককে বদলির নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর (Health Department)। স্বাস্থ্য দফতরের বদলির বিজ্ঞপ্তি স্থগিতের নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীকে না জানিয়েই বদলি, তাই স্থগিতের নির্দেশ, এমনটাই জানান হয় নবান্ন সূত্রে। আর জি কর আন্দোলন সমর্থন করায় বদলি, এমনই অভিযোগ করেছিল বিজেপি।
এদিন, স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, 'বদলির করার বিষয়টি রুটিন কাজ। এই ঘটনার আগেই এর প্রসেসটি চলছিল। ৯ তারিখ এই ঘটনার আগেই বদলির বিষয়টিও নিশ্চিত করে সংশ্লিষ্ট বিভাগ। কিন্তু এরপরও একাধিক কাজ থাকে। নামের বানান ঠিক আছে কি না, কোথায় পোস্টিং হবে তা চলতে থাকে। সেটার জন্য নির্দেশ প্রকাশ করতে কিছুটা সময় লেগেছে আমাদের। তবে সেটা ইস্যু হয়ে গেল। তবে আমরা ওই বদলি আপাতত আজ বাতিল করলাম। কারণ একাধিক হাসপাতালে এখন পরিষেবা বিঘ্নিত হয়ে যাবে। এটা নিয়ে বিতর্ক থাকা উচিত নয়। এটা রুটিন কাজ।'
এদিন সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দফতরের তরফে এও বলা হয়, 'রাজ্য সরকারের ২৪টি মেডিকেল কলেজ এবং আরও সুপারস্পেশালিটি হাসপাতাল আছে। ৬ হাজারের বেশি চিকিৎসক রয়েছে। তাঁদের প্রমোশন, রুটিন বদলি এগুলো একটা দীর্ঘসময়ের প্রক্রিয়া। এগুলো চলতে থাকে। এই ঘটনার সঙ্গে এর কোনও যোগসূত্র নেই। আমাদের এখন লক্ষ্য পরিষেবা যাতে সবজায়গায় সুষ্ঠু থাকে। তাই সেই বিষয়টিকে অগ্রাধিকার দিতেই বদলির সিদ্ধান্ত স্থগিত করা হল।'
আরও পড়ুন, 'সবাইকে দেখে আবেগপ্রবণ হয়ে করে ফেলেছি', RG Kar-এ ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক স্বীকারোক্তি ধৃতর!
এর আগে চিকিৎসক বদলি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি বলেন, 'আন্দোলন সমর্থন করায় ৪৩ জন ডাক্তারকে বদলি করা হয়েছে। হামলাকারীদের না ধরে প্রতিবাদীদের আইনি চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ'। এমনকী আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপির। বলা হয়, 'উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের থেকেও এগিয়ে মমতা। মুখ্যমন্ত্রী স্বৈরাচারের সব সীমা পেরিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়েছিল।
এদিকে এই বিষয়টি নিয়ে জুনিয়র চিকিৎসকরা-পড়ুয়ারা অভিযোগ করেছিলেন ওই ৪২ জনের মধ্যে অনেক চিকিৎসক-অধ্যাপকরা ছিলেন, যারা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। সেই প্রতিহিংসামূলক কারণেই বদলি করার হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে