RG Kar Viral Video: 'চল সেমিনার রুমে চল', হামলাকারীদের কি টার্গেট ছিল সেমিনার রুমই? ভাইরাল ভিডিও
RG Kar Video: এরই মধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে বলতে শোনা যাচ্ছে, 'ভাঙ সব ভেঙে দে, মার। চল সেমিনার হলে চল।'
কলকাতা: আরজি কর-এ মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুন ঘটনায় বারংবার সামনে আসছে 'সেমিনার রুম'। চারতলার সেমিনার হলেই ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। ফলে এই ঘরটিকেই পুলিশ থেকে সিবিআই সকলে 'Place Of Occurrence' হিসেবে দেখছে। সেখান থেকে প্রাপ্ত তথ্যই তদন্তের 'সম্পদ' হিসেবে বিবেচনা করে দেখা হয়। কিন্তু সেই সেমিনার রুমে 'সংস্কার' থেকে 'হামলা'র অভিযোগ উঠে আসছে বারবার।
এরই মধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে বলতে শোনা যাচ্ছে, 'ভাঙ সব ভেঙে দে, মার। চল সেমিনার হলে চল।' এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে তবে হামলাকারীদের কি টার্গেট ছিল সেমিনার রুম ? তাঁদের লক্ষ্য ছিল সেমিনার রুমের প্রমাণ নষ্ট করার? এমনই অভিযোগ উঠছে। যদিও হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পরেই সেমিনার রুম সিল করে দিয়েছে সিবিআই।
কী রয়েছে ভিডিওটিতে?
ভিডিওয় দেখা যাচ্ছে রড, লাঠি হাতে হাসপাতালের ভিতরে তাণ্ডব চালাচ্ছে কয়েকজন যুবক। তার মধ্যেই শোনা যাচ্ছে, একজন সেমিনার হলে যাওয়ার কথা বলছেন। আর তারপরই দুষ্কৃতীরা দৌড়ে যাচ্ছে সিঁড়ির দিকে। ভাইরাল ভিডিওয় স্টিলের মোটা রড হাতে একজন যুবককে ভাঙচুর চালাতে দেখা যাচ্ছে। তাকে চিহ্নিত করে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তিনি অবশ্য জানিয়েছেন, 'আমি এমনি মিছিলে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে যখন সবাই করছে, আবেগপ্রবণ হয়ে আমিও ওখানে ভাঙচুরটা করেছি। কিন্তু ওটা আমার সত্যিই অপরাধ হয়েছে, ভুল হয়েছে।'
এদিকে আর জি করে ভাঙচুর নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। এদিন প্রধান বিচারপতি বলেন, '১০০ জন মানুষের জমায়েত হলে পুলিশ জানতে পারে। এখানে ৭ হাজার মানুষ এল আর আপনারা জানতে পারলেন না। এটা বিশ্বাস করা কঠিন, ওই এলাকা আগে থেকেই কেন ঘিরে ফেলা হল না ? কেন ওই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হল না। আমরা হাসপাতাল বন্ধ করে দিচ্ছি। রোগীদের অন্যত্র ভর্তি করে দিচ্ছি, সেটাই ভাল হবে, এখানে যা ঘটেছে তা আমাদের পক্ষে যন্ত্রণাদায়ক'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে