RG কর আন্দোলনে টাকা তুলে নয়ছয়!অনিকেতদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কী বলল আদালত?
আদালতের দ্বারস্থ হন রাজু ঘোষ নামে এক ব্য়ক্তি। ''কয়েকজন জুনিয়র চিকিৎসক 'জাস্টিস ফর আরজি কর' বলে বাজার থেকে টাকা তুলছে'' অভিযোগ ছিল তাঁর।

অনিকেত মাহাতো-সহ ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিল আদালত। অনিকেত মাহাতো-সহ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন রাজু ঘোষ নামে এক ব্য়ক্তি। ''কয়েকজন জুনিয়র চিকিৎসক 'জাস্টিস ফর আরজি কর' বলে বাজার থেকে টাকা তুলছে'' অভিযোগ ছিল তাঁর।
কী অভিযোগ
তাঁর অভিযোগ ছিল, আর জি করকাণ্ডে আন্দোলনের সময় সাধারণ মানুষের থেকে টাকা তুলে, সেই টাকা অন্য় খাতে ব্য়বহার করা হয়েছে। রাজুর দাবি ছিল , তিনিও পাঁচ হাজার টাকা দিয়েছিলেন, যার কোনও রশিদ তিনি পাননি। এই সমস্ত অভিযোগককে সামনে রেখে FIR করার আবেদন জানান তিনি। রাজু ঘোষের দাবি ছিল, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য়দের বিরুদ্ধে প্রতারণা, টাকা নয়ছয়, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু হোক। এই মামলায় আরজি কর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোকে তলবও করেছিল বিধাননগর পুলিশ।
আদালত তাঁর সেই আবেদনের ভিত্তিতে পুলিশকে খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। পুলিশ সেই রিপোর্ট জমা দেওয়ার পর, এবার রায় দিল বিধাননগর মহকুমা আদালত। রায় দেওয়ার সময় বিচারক বলেন, অভিযোগের কোনও ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। তাই FIR রুজু করার যে আবেদন করা হয়েছে, তা খারিজ করা হল।
কী বলেছিলেন অনিকেত মাহাতো?
এই মামলায় আরজি কর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোকে তলবও করেছিল বিধাননগর পুলিশ। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ৭ সদস্যকে তলব করে বিধাননগর পুলিশ কমিশনারেট। যদিও শুরু থেকেই অনিকেত স্পষ্ট করে দিয়েছিলেন, এই টাকা তোলার মধ্যে কোনও অস্বচ্ছতা নেই। এবার আদালতও আবেদন খারিজ করল ।
এবার মুর্শিদাবাদে অভয়া ক্যাম্প
এদিনই দাঙ্গা-বিধ্বস্ত মুর্শিদাবাদের অভয়া ক্লিনিক করলেন আর জি কর-কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকরা। শোনা গেল স্বজনহারার এরকমই হাহাকার। তাঁদের পাশে দাঁড়ালেন আর জি কর-কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকরা। এদিন মুর্শিদাবাদের একাধিক জায়গায় খোলা হয় অভয়া ক্লিনিক। তার মধ্যে অন্যতম জাফরাবাদ। যেখানে বাড়ি থেকে টেনে বার করে, কুপিয়ে-থেঁতলে খুন করা হয়েছিল বাবা ছেলেকে। সেই পরিবারের সদস্য়, নিহত হরগোবিন্দ দাসের মেয়ে শুক্রবার অভয়া ক্লিনিকে এসে কান্নায় ভেঙে পড়েন। শুধু জাফরাবাদেই নয়, এদিন সামশেরগঞ্জের বেতবোনাতেও অভয়া ক্লিনিক খোলেন জুনিয়র চিকিৎসকরা। ছিলেন দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়ারের মতো চিকিৎসকরা।






















