RG Kar News: 'স্বাস্থ্যভবন পরিষ্কার নয় বলেই 'জাস্টিস ফর আরজি কর' বলতে হচ্ছে', চিকিৎসকদের অভিযানে শামিল চৈতি ঘোষাল
Chaiti Ghoshal: 'আমরা ন্যূনতম বিচারটুকু চাইছি। আমরা চাইছি যে মেয়েদের কাজ করার একটি সুরক্ষিত জায়গা হোক', বলছেন চৈতি ঘোষাল।
পুরুষোত্তম পণ্ডিত, কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar News) বিচার চেয়ে এবার জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যভবন অভিযান। প্রতীকী মগজ, চোখ নিয়ে, ঝাঁড়ু হাতে স্বাস্থ্যভবন 'সাফাই' করতে এগিয়ে চলেন তাঁরা। এখনও নিজেদের অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। তাঁদের সঙ্গে পা মেলান সাধারণ মানুষ থেকে তারকারাও। চৈতি ঘোষাল (Chaiti Ghoshal) বলেন, 'ন্যূনতম বিচারটুকু চাইছি।'
জুনিয়র ডাক্তারদের সঙ্গে স্বাস্থ্যভবন অভিযানে চৈতি ঘোষাল
এদিন এবিপি আনন্দকে চৈতি বলেন, 'বিনীত গোয়েলের পদত্যাগের দাবি এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি এবং স্বাস্থ্যভবনটা পরিষ্কার করা উদ্দেশ্য, কারণ আজ স্বাস্থ্যভবন পরিষ্কার হলে 'জাস্টিস ফর আরজি কর হত না'। পরিষ্কার নয় বলেই 'জাস্টিস ফর আরজি কর' করতে হচ্ছে। আমরা ন্যূনতম বিচারটুকু চাইছি। আমরা চাইছি যে মেয়েদের কাজ করার একটি সুরক্ষিত জায়গা হোক। আজ জুনিয়র ডাক্তারদের নিয়ে যে ধরনের কথা হচ্ছে, এতগুলো হাসপাতালে ক'টায় জুনিয়র ডাক্তার আছেন? মেডিক্যাল কলেজ না থাকলে তো জুনিয়র ডাক্তার নেই। তার মানে এই জুনিয়র ডাক্তারদের ওপর গোটা স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোটা দাঁড়িয়ে আছে!'
আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নেমে প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির যোগ। এই অভিযোগে গ্রেফতার সন্দীপ ঘোষকে ঘিরে এদিন মহিলা আইনজীবীদের বিক্ষোভ নজরে পড়ে। আগের দিন চাঁটির পর এদিন ধেয়ে এল চটি! কোর্টে ঢোকার সময় চোর চোর স্লোগান, এবার চটি দিয়ে মারার চেষ্টা হয়। আইনজীবীদের বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বের করা হয় তাঁদের। সন্দীপ ঘোষ-সহ ৪জনের কাউকে হেফাজতেই চাইল না CBI! ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ। এছাড়া সেমিনার রুম-বিতর্কে আরও বিপাকে অভীক দে। সাসপেনশনের পর এবার এসএসকেএমে অভীকের 'কাজে' লাগামের নির্দেশ। সার্জারির বিভাগীয় প্রধানকে এসএসকেএমের ডিন অফ স্টুডেন্টেস চিঠি দিয়েছেন। পাশাপাশি অভীককে নিয়ে সতর্ক করা হয়েছে হস্টেলের সুপারকেও।
আরও পড়ুন: SSKM: আরজি কর কাণ্ডে আরও বিপাকে, এবার অভীকের 'কাজে' লাগামের নির্দেশ
এই আবহে সাগর দত্ত মেডিক্যালের ৯ জন পড়ুয়াকে অবিলম্বে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। ৫ সেপ্টেম্বর 'থ্রেট কালচারের' প্রতিবাদে অধ্যক্ষের সঙ্গে বৈঠকের সময় হামলার অভিযোগে ৯ জন পড়ুয়া চিকিৎসককে অবিলম্বে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।