RG Kar News: '১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?' প্রশ্ন তুললেন RG Kar- এর চিকিৎসক
আর জি কর মেডিক্যালেই কর্মরত চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনা ইতিমধ্যেই একগুচ্ছ প্রশ্ন উস্কে দিয়েছে।
![RG Kar News: '১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?' প্রশ্ন তুললেন RG Kar- এর চিকিৎসক RG Kar News Doctors Question on Death timing of lady doctors postmortem RG Kar News: '১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?' প্রশ্ন তুললেন RG Kar- এর চিকিৎসক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/01/2ce219f9b39c0bd9aaa79d6fa0b2a1c51725209478298223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঝিলম করঞ্জাই, কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় যখন উঠছে একাধিক প্রশ্ন, তখন সেই দিন রাতে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে দায়িত্বে থাকা ইমারজেন্সি মেডিক্যাল অফিসারের দাবি ঘিরে শুরু হল নতুন বিতর্ক।
আর জি কর মেডিক্যালেই কর্মরত চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনা ইতিমধ্যেই একগুচ্ছ প্রশ্ন উস্কে দিয়েছে। এবার এই ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন চিকিৎসক তাপস প্রামাণিক। যিনি সেই রাতে, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে দায়িত্বে ছিলেন।
৯ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে ঠিক কী ঘটেছিল?
তাপস প্রামাণিকের কথায়, 'মেয়েটার সঙ্গে যারা খাবার খেয়েছিল তারা বলছে সকাল বেলা ৯.৩০। আমাদের যেমন শিফ্ট হ্য়ান্ডওভার হয় ৮ থেকে ৮। কোনও ডিপার্টমেন্ট ৮ টায় হয় কোথাও ১০ টায়। ৯৩০ অদ্ভুত সময়। তার আগে তার কেউ দেখতে পেল না? ডাকতে এল না? মৃত ঘোষণা করতেও হাসপাতাল ঘণ্টার পর ঘণ্টা দেরি করে'।
পাশাপাশি বেশ কিছু সময় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আর জি কর মেডিক্যাল কলেজের ক্যাজুয়ালটি ব্লকের চেস্ট ডিপার্টমেন্টে সেদিন কী ঘটেছিল? জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা: তাপস প্রামাণিক বলেন, 'আমার রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত ডিউটি ছিল। আমার পরে হ্যান্ডওভার ছিল ডা: পলি সমাদ্দার। আমি পরের দিন রাত ৯টায় বেরিয়ে যাই। পরে গ্রুপে মেসেজ পাই রাতে ওখানে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। তখন ম্যাডাম বলেছিলেন উপস্থিত প্রফেসররা যখন ডেথ ডিক্লেয়ার করেই দিয়েছেন তখন নিচে এসে পরিবারকে খবর দেওয়া উচিত। আমি ডেথ সার্টিফিকেট লিখে পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করছি।'
আরও পড়ুন, আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ধর্মতলায় রাতভর ধর্নায় নাগরিক সমাজ
এরপর চিকিৎসক বলেন, '১২টা ৪৪ নাগাদ টালা পুলিশ এসে টিকিট বের করে। অথচ ১০টা ১০ মিনিটে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। ১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)